-->

16th September Current Affairs 2019





16th September Current Affairs 2019 :



1. অন্ধ্র প্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পি লক্ষ্মণা রেড্ডি অন্ধ্র প্রদেশের প্রথম লোকায়ুক্ত হিসাবে শপথ গ্রহণ করলেন।


2. UNESCO সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে গুরুনানক দেবজির লেখা ট্রান্সলেট ও প্রকাশ করবে।

3. চীনের বেইজিংয়ের উইকসং অ্যারেনায় অনুষ্ঠিত স্বর্ণপদক খেলায় আর্জেন্টিনাকে ৯৫-৭৫ এ পরাজিত করার পরে স্পেন তার দ্বিতীয় FIBA বাস্কেটবল বিশ্বকাপের শিরোপা অর্জন করলো ।

4. সিকিম হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন Meenakshi Madan Rai


5. সৌরশক্তি চালিত গাড়ি আনছে, জাপানি গাড়ী প্রস্তুতকারক সংস্থা টয়োটা।

6. Parliamentary Standing Committee-এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত V. Vijayasai Reddy


7. সার্ভে অব ইন্ডিয়া প্রথমবারের মতো ম্যাপিংয়ের জন্য ৩০০ টি ড্রোন মোতায়েন করবে।


8. বেঙ্গালুরু-ভিত্তিক কিউইস্ট পঙ্কজ আদভানি মায়ানমারের মান্দালে অনুষ্ঠিত আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2019 -তে 150-আপ ফরম্যাটে চতুর্থ ফাইনাল জিতে তার বিশ্ব খেতাব অর্জনের সংখ্যা 22 এ বাড়িয়েছে।

9. ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে হরিয়ানা স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত করা হয়েছে।

10. বলিযুড অভিনেতা আয়ুষ্মান খুরানা Realme কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।

11. ক্রিকেটার Jasprit Bumrah Royal Stag কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।

12. বিজয় হাজারে ট্রফির জন্য হায়দ্রাবাদ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন Ambati Rayudu

13. গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) নেটওয়ার্ক জিএসটিতে দুর্নীতি ঠেকাতে ২০২০ সালের জানুয়ারী থেকে নতুন ডিলারদের জন্য আধার প্রমাণীকরণ বা শারীরিক যাচাইকরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।

14. J. R. Shrestha নেপাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন ।

15. 'Aga Khan Architecture Award 2019' জিতল বাংলাদেশের একটি স্কুল প্রজেক্ট।




Bengali Version : Click Here





         



SeeCloseComment