14th September Current Affairs 2019 :
1. হিন্দি দিবস (বা হিন্দি দিন) হল একটি বার্ষিক দিন যা ১৯৫৩ সাল থেকে প্রতিবছর ১৪ ই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে অফিশিয়াল ভাষা হিসাবে হিন্দির জনপ্রিয়তা উদযাপন করা হয় |
2. পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে মাইকেল মধুসূদন দত্ত ও বিভুতি ভূষন বন্দ্যোপাধ্যায়ের নামে নতুন দুটি স্মারক পুরস্কার চালু করতে চলেছে।
3. শিল্পা আগারওয়াল Fit India Campaign-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।
4. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার ঘোষণা করলেন যে, সারা দেশে ১১৮ টি নতুন কমিউনিটি রেডিও স্টেশন (CRS) স্থাপনের প্রক্রিয়া চলছে ।
5. FIFA U-17 Womens World Cup 2020 আয়োজন করবে ভারত।
6. ক্রিকেটার কপিল দেব হরিয়ানা সরকারের দ্বারা Rai Sports University-এর chancellor হিসাবে নিযুক্ত হলেন ।
7. প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রস ইংল্যন্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন ।
8. ভারতীয় পুলিশ অফিসার Chhaya Sharma 2019 Asia Society Game Changer Award পেলেন।
9. দেশে ইলেকট্রনিক্স সিগারেট বিক্রি নিষিদ্ধ করার জন্য অর্ডিন্যান্স জারি করতে চলেছে সরকার।
10. অভিনেতা টাইগার শ্রফ জাপানি স্পোর্টস জুতোর কোম্পানী 'ASICS' এর ভারতের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন ।
11. ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ভ্লাদিভোস্টকের দশম এশীয় প্রশান্ত মহাসাগরীয় যুব গেমসে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
12. রাজ্যের প্রথম এয়ারক্রাফ্ট মিউজিয়াম তৈরী হচ্ছে নিউটাউনে।
13. হিমা দাস PepsiCo India-র স্পোর্টস ড্রিংক ব্র্যান্ড ‘Gatorade’-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন ।
14. চীন সফলভাবে একটি রিসোর্স স্যাটেলাইট সহ তিনটি উপগ্রহকে পরিকল্পিত কক্ষপথে চালু করেছে যা দুর্যোগ প্রতিরোধ, নগর নির্মাণ এবং মেরু অঞ্চল এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে নজরদারি করতে সহায়তা করবে।
15. অস্ট্রিলিয়ার মহিলা ক্রিকেটার Megan Achutt একই সাথে T-20 ও ODI ক্রিকেটে হ্যাট্রিক করে নতুন রেকর্ড করলেন।
16. 10th 'Asia Pasific Youth Games' এ ভারত মোট ৩৪ মেডেল পেল।
17. K2-18b গ্রহের বায়ুমণ্ডলে প্রথমবারের মতো জলের অনুসন্ধান পাওয়া গেলো |
18. সম্প্রতি বাহরিনের উত্তর দ্বীপপুঞ্জে আছড়ে পড়া হ্যারিকেন ঝড়ের নাম ' ডোরিয়ান'।
19. নাগাল্যান্ডে আদা গাছের নতুন দুটি প্রজাতি আবিস্কার করলো Botanical Survey of India (BSI)-এর বিজ্ঞানীরা।
20. Director General of Health Services (DGHS) পদে নিযুক্ত হলেন সঞ্জয় ত্যাগী।