-->

13th September Current Affairs 2019





13th  September Current Affairs 2019 :




1. WHO এর নিয়ম মেনে এশিয়ার প্রথম দেশ হিসেবে, থাইল্যান্ড নিয়ে এল একদম সাধরন সিগারেট প্যাকেজিং।

2. যুক্তরাজ্যের মহাকাশ গবেষকরা Super Earth K2-18b-এ জলীয় বাষ্পের সন্ধান পেলো ।


3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঝাড়খণ্ড সফরকালে প্রধানমন্ত্রীর লঘু বৈপারিক মান্ধান যোজনা এবং স্বরোগগার পেনশন প্রকল্প চালু করলেন।

4. প্রাক্তন মিউজিক ডিরেক্টর উষা খান্না মহারাষ্ট্র সরকারের দ্বারা ‘লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে’ সম্মানিত হচ্ছেন।

5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাঁচির কুটে গ্রামে নবনির্মিত বিধানসভা ভবনের উদ্বোধন করলেন ।

6. গুজরাট ২০১৯ ‘Logistics Ease Across Different States Index’-এ শীর্ষস্থান অধিকার করেছে।

7. পদ্মবিভূষনের জন্যে মনোনীত হল মেরি কম এবং পদ্মভূষন পেতে চলেছেন পি ভি সিন্ধু।

8. 'Times Higher Education World University Ranking 2020' অনুসারে বিশ্বের সেরা হল 'University Of Oxford'. সেরা ৩০০ এর মধ্যে জায়গা পেল ভারতের 'IISc Bangalore'.

9. ঝাড়খন্ডে ‘Pradhan Mantri Laghu Vyaparik Mandhan Yojana’ এবং ‘Swarojgar pension schemes’ লঞ্চ করলেন নরেন্দ্র মোদী।

10. পেপসিকো ইন্ডিয়া তার স্পোর্টস ড্রিং ব্র্যান্ড গ্যাটোরডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ভারতের তারকা অ্যাথলেট হিমা দাসকে নির্বাচন করলো ।


11. ভারতের ‘Make In India’ উদ্যোগে তৈরী শ্রীলঙ্কার ‘Pulathisi Express’ ট্রেনটি লঞ্চ করা হলো।

12. কর্নাটক ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর M. S. Mahabaleshwara, Indian Banks Association (IBA)-এর ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ।

13. ফোটোনিক স্ফটিকের ক্ষেত্রের বিজ্ঞানীরা একটি নমনীয় স্মার্ট ত্বক তৈরি করেছেন যা গিরগিটির মতো রঙ পরিবর্তন করতে পারে।

14. 'বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ২০১৯' শুরু হচ্ছে উজবেকিস্তানে।

15. ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তরুণী Esha Kode Miss Teen Worldwide 2019 খেতাব জিতলেন।




English Version : Click Here




         




SeeCloseComment