11th September Current Affairs 2019 :
1. নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মথুরাতে National Animal Disease Control Programme লঞ্চ করলেন; 2024 সাল পর্যন্ত এটির জন্য বরাদ্দ করা হয়েছে 12652 কোটি টাকা।
2. Minister of State for Agriculture কৃষকদের জন্য ‘CHC Farm Machinery’-নামে বহুভাষী মোবাইল অ্যাপ লঞ্চ করলো ।
3. হরিয়ানার Gurugram Traffic Police যানবাহন ও মানুষ চলাচলের উপর নজরদারী করার জন্য Google Map-এর সঙ্গে পার্টনারশীপ গঠন করলো ।
4. এবার থেকে প্রতি 3 বছর অন্তর Economic Census অনুষ্ঠিত হবে।
5. PM নরেন্দ্রে মোদী ঝাড়খন্ডে ভারতের দ্বিতীয় Multi-Model Terminal উদ্বোধন করল ।
6. BCCI রেডিয়োতে খেলার ধারাভাষ্যর জন্যে আবার আকাশবানীর সাথে চুক্তি বদ্ধ হল ।
7. 'Savarkar : Echoes a Forgotten Past, 1883-1924' নতুন বইটির লেখক Vikram Sampath.
8. বায়োলজিকাল সায়েন্স সার্ভে অফ ইন্ডিয়া (BSI) এর গবেষকরা নাগাল্যান্ড থেকে আদার দুটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন।
9. সম্প্রতি জাপানে আছড়ে পড়া টাইফুন ঝড়টির নাম 'Faxai'.
10. Latest FIH World Rankings-এ পুরুষ বিভাগে ভারতীয় হকিদলের স্থান পঞ্চম এবং মহিলা বিভাগে ভারতের স্থান নবম।