10th September Current Affairs 2019 :
1. প্রতিবছর ১০ই সেপ্টেম্বর World Suicide Prevention Day পালন করা হয়। এবারের থিম হলো ‘Working Together To Prevent Suicide’
2. উড়িয়া কবি প্রদীপ দাশ ‘Charu Chibar O Charjya’ কবিতার জন্য ৪০তম সরলা পুরস্কার পাচ্ছেন ।
3.উত্তরাখন্ডের দেরাদুনে ভারতের প্রথম Helicopter summit 2019 অনুষ্ঠিত হলো ।
4. কেরালা মহিলাদের জন্যে দেশের প্রথম 'Global Trade Centre' তৈরী করছে ।
5. গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিক্রম নাথ।
6. টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন আফগানিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন Mohammad Nabi
7. Microsoft India-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজীব কুমার।
8. ১০ সেপ্টেম্বর পালিত হল জিব্রাল্টার এর জাতীয় দিবস।
9. উপজাতি সম্প্রদায়ের প্রথম মহিলা পাইলট হলেন উড়িষ্যার ২৩ বছর বয়সী Anupriya Lakra ।
10. ভারত হ্যারিকেন ঝড়ে ক্ষতিগ্রস্ত বাহামাস দীপপুঞ্জকে সহযোগিতা করতে ১ মিলিয়ন মার্কিন ডলার দান করবে।