ভারতের জলবায়ু |
ভারতের জলবায়ু - Indian Climate :
ভারতের জলবায়ু কোন স্থানের অনেক দিনের (৩৫ বছরের বেশি) আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। ভারতের জলবায়ু বলতে সাধারণভাবে বোঝায় এক বিশাল ভৌগোলিক ক্ষেত্রে ভারতের বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। কোপেন আবহাওয়া বর্গীকরণ অনুসারে, ভারতে ছয়টি প্রধান আবহাওয়া সংক্রান্ত উপবর্গ দেখা যায়: পশ্চিমে মরুভূমি, উত্তরে আল্পীয় তুন্দ্রা ও হিমবাহ থেকে দক্ষিণ পশ্চিমে ও দ্বীপাঞ্চলের ক্রান্তীয় আর্দ্র বর্ষণারণ্য। কোনো কোনো অঞ্চলে আবার পৃথক স্থানীয় জলবায়ুরও দেখা মেলে। দেশে মোট চারটি প্রধান ঋতু: শীত (জানুয়ারি-ফেব্রুয়ারি), গ্রীষ্ম (মার্চ থেকে মে), বর্ষা (জুন থেকে সেপ্টেম্বর) ও শরৎ-হেমন্ত (অক্টোবর থেকে ডিসেম্বর)।
বিষয় ভূগোলের 'ভারতের জলবায়ু' এর ওপরে কিছু প্রশ্ন ও উত্তর এর পিডিএফ । চাকরির পরীক্ষার প্রার্থীদের জন্য "স্বর্ণশিক্ষা" এর একটি ক্ষুদ্র প্রয়াস , এখানে ভারতের জলবায়ুু ওপরে প্রশ্ন উত্তর এই পিডিএফ এর মাধ্যমে শেয়ার করা হয়েছে । যা তোমাদের উপকারে আসবে
পিডিএফ সম্বন্ধে ঃ
Type : PDF
Size : 2.37 MB (Ultra HD)
সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন
◪ ভারতের প্রধান নদ নদী - এর PDF : ক্লিক করুন
এই পিডিএফ ডাউনলোড করো এবং তোমাদের কাছে আমার অনুরোধ পোস্টটি শেয়ার করবে নিচের শেয়ার বাট