-->

Important events in the history of India









ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি :

ভারতবর্ষের নানা তথ্য ইতিহাসের দীর্ঘ পথে রয়েছে বিভিন্ন ঘটনার ঘনঘটা। সুপ্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত সিন্ধুসভ্যতার সময় থেকেই সেই গৌরবময় ইতিহাসের সূচনা। আমি এখানে ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করলাম। পাঠকবন্ধুদের উপকারে এলে খুশি হব।

সিন্ধুসভ্যতার সময়কাল- ২৫০০-১৮০০ খ্রিস্টপূর্বাব্দ।

ভারত ছাড়াে আন্দোলন-১৯৪২ খ্রিস্টাব্দ।

ভারত ও পাকিস্তানের মধ্যে রেডক্লিফ রেখার সূচনা ১৯৪৭ খ্রিস্টাব্দ

গণতান্ত্রিক দেশ হিসাবে আহাপ্রকাশ-১৯৫০ খ্রিস্টাব্দ।

প্রথম সাধারণ নির্বাচন-১৯৫২ খ্রিস্টাব্দ।

পঞ্চায়েতরাজ ব্যবস্থার প্রবর্তন- ১৯৫৯ খ্রিস্টাব্দ।

সিমলা চুক্তি-১৯৭২ খ্রিস্টাব্দ।

প্রথম পারমাণবিক বােমার পরীক্ষামূলক বিস্ফোরণ - ১৯৭৪ খ্রিস্টাব্দ।

মহাবীরের জন্ম ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দ।

গৌতম বুদ্ধের জন্ম— ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দ।


আলেকজান্ডারের ভারত আক্রমণ ৩২৭-৩২৬ মধ্যে খ্রিস্টপূর্বাব্দ।

হিদাপসিসের যুদ্ধ- ৩২৭ খ্রিস্টপূর্বাব্দ।

কলিঙ্গ যুদ্ধ- ২৬১ খ্রিস্টপূর্বাব্দ।

আরবদের ভারতবর্ষ আক্রমণ - ৭১২ খ্রিস্টাব্দ।


সুলতান মামুদ দ্বারা সােমনাথ মন্দির লুণ্ঠন-১০২৪ খ্রিস্টাব্দ।

তরাইনের প্রথম যুদ্ধ-১১৯১ খ্রিস্টাব্দ।

তরাইনের দ্বিতীয় যুদ্ধ-১১৯২ খ্রিস্টাব্দ।

ভাস্কো দা গামার ভারতবর্ষ আগমন-১৪৯৮ খ্রিস্টাব্দ।

পানিপথের প্রথম যুদ্ধ-১৫২৬ খ্রিস্টাব্দ।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ-১৫৫৬ খ্রিস্টাব্দ।

হলদিঘাটের যুদ্ধ-১৫৭৬ খ্রিস্টাব্দ।

ইংরেজ বাণিজ্যতরীর ভারতবর্ষের সুরাটে আগমন- ১৬০৮ খ্রিস্টাব্দ।

পারস্য সম্রাট নাদির শাহের ভারতবর্ষ আক্রমণ - ১৭৩৯ খ্রিস্টাব্দ।

পলাশির যুদ্ধ-১৭৫৭ খ্রিস্টাব্দ।

পানিপথের তৃতীয় যুদ্ধ-১৭৬১ খ্রিস্টাব্দ।

ভারতবর্ষে প্রথম ট্রেন চলাচল শুরু ১৮৫৩ খ্রিস্টাব্দ।

সিপাহি বিদ্রোহ - ১৮৫৭ খ্রিস্টাব্দ।

বঙ্গভঙ্গ আন্দোলন-১৯০৫ খ্রিস্টাব্দ।

ভারতবর্ষে প্রথম জনগণনা-১৮৮১ খ্রিস্টাব্দ।

কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরকরণ ১৯১১ খ্রিস্টাব্দ।





         






SeeCloseComment