-->

History (Short Question - 12)




History Short Question :


1. ভারত ছাড় আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম

- শান্তাবাঈ ভালেরাও

2. যে বিদেশি ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন

– ভগিনী নিবেদিতা

3. ভগিনী নিবেদিতাকে ' ভারতীয় বিপ্লববাদের উদ্গাতা ' বলেছিলেন

- ভুপেন্দ্রনাথ দত্ত

4. যে নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন

- বিনা দাস

5. জয়শ্রী প্রত্রিকা প্রকাশ করেন - লীলা নাগ

6. লীলা নাগ (রায়) যে সংঘের সঙ্গে যুক্ত ছিলেন

- দীপালি ছাত্রীসংঘ

7. ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন

- প্রীতিলতা ওয়েদ্দেদার

8. প্রীতিলতা ওয়েদ্দেদারের বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হল

- চট্টগ্রাম অভ্যুত্থান

9. ভারতের বাইরে ভারতীয় নারীদের সামরিক কাজে লাগানোর প্রথম পরীক্ষামূলক উদ্যোগ নিয়ে ছিলেন


- রানী ঝাঁসি রেজিমেন্ট

10. রানী ঝাঁসি রেজিমেন্টের প্রধান দায়িত্বে ছিলেন

- ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন

11. আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয়

 - ১৯৭৫ সালে

12. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন

- সতীশচন্দ্র মুখোপাধ্যায়

13. ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল

- ১৯০২ সালে

14. কলকাতা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল

- ১৯০৫ সালে

15. আন্টি - সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল

- ১৯০৫ সালে

16. ভারতের যে আন্দোলনের ডাকে প্রথম নারীরা সারা দেয়

- রাওলাট সত্যাগ্রহ (1919 সালে)

17. ভারতী প্রত্রিকার সম্পাদক ছিলেন

- সরলাদেবী চৌধুরানী

18. বাসন্তীদেবী ও সুনীতি দেবী যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন

- অহিংসা অসহযোগ আন্দোলন

19. বাসন্তী দেবী ছিলেন


- দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের স্ত্রী

20. বি - আম্মা নাম পরিচিত ছিলেন

-আবিদা বানু


21. বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম


- কুমুদিনী বসু ( মিত্র)


22. গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয়


- ১৯৩০ সালে ১২ মার্চ


23. ধরসানা লবন সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন


- সরোজিনী নাইডু

24. বোম্বাই লবন উৎপাদন কেন্দ্র আক্রমণে নেতৃত্ব দেন

- কমলাদেবী চট্টোপাধ্যায়

25. সত্যবালা দেবী ও আশালতা সেন যে আন্দোলনের সঙ্গে ছিলেন

- আইন অমান্য আন্দোলন

26. গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন

- মাতঙ্গিনী হাজরা

27. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল

- ১৯৪২ সালে ,তমলুকে

28. ভাগিনী সেনা সংগঠিত হয়েছিল

- মেদিনীপুরের তমলুকে

29. রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর আদর্শ প্রচার করেন

- উষা মেহেতা

30. অসমে ভারত ছাড় আন্দোলনে যে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন

- কনকলতা বড়ুয়া


31. রাম্পা উপজাতির বাস ছিল


- গোদাবরী উপত্যাকায়




32. Worker and peasants Party প্রতিষ্ঠিত হয়


- ১৯২৮ খ্রিস্টাব্দে


33. Worker and peasants Party যুক্ত ছিল

- সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

34. দ্বারভাঙা কিষান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন

- স্বামী বিদ্যানন্দ

35. সরলাদেবী চৌধুরানী স্থাপিত নারী সংঘের নাম

- ভারত শ্রী মহামন্ডল

36. Women India Association গড়ে উঠে ছিল

- ১৯১৭ সালে

37. All Women Conference গড়ে উঠে ছিল

- ১৯২৭ সালে

38. যে প্রতীকে বয়কটের প্রস্তাব প্রচার করা হয়

– সঞ্জীবনী

39. লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠিত করেছিলেন

- সরলাদেবী চৌধুরানী

40. বাংলায় নারীসমাজ অরন্ধন দিবস পালন করেছিল
- ১৯০৫ সালে ১৬ অক্টোবর

41. প্রথম রাখিবন্ধন উৎসব উদযাপিত হয়

- ১৯০৫ সালে ১৬ অক্টোবর

42. বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে অরন্ধনের ডাক দিয়েছিলেন

- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

43. নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক ছিলেন

- শাস্তি দাস

44. গান্ধীজি নারীদের প্রথম বিক্ষোভে সামিল করছিলেন

- ১৯১৩ সালে দক্ষিণ আফ্ৰিকায়

45. ১৯১৭ সালে যে মিশনের কাছে নারীরা ভোটাধিকার দাবি করেন

- মন্টেগু চেমসফোর্ড

46. তিন কাঠিয়া প্রথার অবসান ঘটে

- ১৯১৭ সালে

47. ভারতে গান্ধীজির দরিত্রিয়া সত্যাগ্রহটি হল

- আহমেদাবাদ সত্যাগ্রহ

48. আমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে

- ৩৫ শতাংশ

49. গান্ধীজির নেতৃত্বে ভাড়াটে তৃতীয় সত্যাগ্রহটি হল

- খেদা সত্যাগ্রহ

50. গান্ধীজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত ও গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটায় সেটি হল

- খেদা সত্যাগ্রহ

51. কুনবি বলা হল

-গুজরাটের কৃষকদের

52. গান্ধীজি নেতৃত্বে খেদা আন্দোলন অনুষ্ঠিত হয়

- ১৯১৮ সালে

53. অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষকদের কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দেন

- বীরেন্দ্রনাথ শাসমল

54. একা কৃষক আন্দোলন হয়েছিল

- ১৯২১ সালে

55. একা আন্দোলন ঘটেছিল

- অহিংসা কৃষক আন্দোলনের পর্যায়ে

56. একা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল

- মাদারী পাশি

57. উত্তরপ্রদেশে কৃষাণসভা গঠন করেন

- জওহরলাল নেহেরু

58. সারা ভারত কৃষাণসভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয়

- ১৯৩৬ সালে ১১ এপ্রিল


59. সর্বভারতীয় কৃষাণসভার প্রথম সম্পাদক ছিলেন

 - স্বামী সহজানন্দ

60. বিজেলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়

- রাজস্থানে (১৯৩৬ সালে)

61. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন

- সিরাজ-উদ-দৌলা

62. মিকাশিম তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেছিলেন

- মুঙ্গেরে

63. ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল

- 1782 সালে

64. 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন

- সতীশচন্দ্র মুখোপাধ্যায়

65. মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন

- লর্ড ক্যানিং

66. 1853 সালে কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়

- লর্ড ডালহৌসি

67. 1911 সালে 12 ডিসেম্বর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ্ করার কথা ঘোষণা করেন - পঞ্চম জর্জ

68. ভারতে নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয়

- 26 নভেম্বর 1949 সালে

69. ভারতের লৌহ মানব বলা হয়

- সর্দার বল্লভভাই প্যাটেল

70. ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেয়
- সম্রাট দ্বিতীয় শাহ আলম

71. স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিল

- নিজাম

72. ভারত ছাড় আন্দোলন কত সালে হয়েছিল

- 1942 সালে (আগস্ট মাসে)

73. গান্ধী-আরউইন চুক্তি হয়

- 1931 সালে

74. ডান্ডি অভিযান হয়

- 1930 সালে

75. অহিংসা অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়

- 1921 সালে

76. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল

- 1835 সালে

77. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন

- স্যার উইলিয়াম জোন্স (1784 )

78. বাংলার প্রথম গভর্নর জেনারেল হলেন

- ওয়ারেন হেস্টিংস

79. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক হলেন

 - লর্ড ডালহৌসি


80. দশম শিখ গুরু হলেন

 - গুরু গোবিন্দ সিং

81. ফোর্ট উইলিয়াম দূর্গ প্রতিষ্ঠিত হয়েছিল

- 1700 সালে

82. ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা হলেন

- আকবর

83. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হলেন

- শের শাহ

84. শের শাহের প্রকৃত নাম হল

- ফরিদ খাঁ

85. সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিলেন

- রাখালদাস বন্দ্যোপাধ্যায়

86. সম্রাট বাবরের আসল নাম

- জহিরউদ্দিন মহম্মদ বাবার

87. মনসবদারী প্রথার প্রচলন করেন

- আকবর

88. 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল

-মোঘল (ওরঙ্গজেব) ও শিবাজীর মধ্যে

89. অলিনগরের সন্ধি হয়েছিল

- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ-উদ-দৌলা মধ্যে (1757 সালে)

90. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল

- 1906 সালে

91. ভারতে সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল

- 1927 সালে

92. মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয়েছিল

- 1930 সালে

93. ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন

- মহম্মদ আলি জিন্নাহ


94. ১৯২২ সালে স্বরাজ পাটির প্রথম সভাপতি ছিলেন

- চিত্তরঞ্জন দাস

95. 1919 সালের 13 এপ্রিল জালিয়ানাওলাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন

- রবীন্দ্রনাথ ঠাকুর

96. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল

- 1916 সালে

97. 1911 সালে কোন গভর্নর জেনারেলের সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়

- লর্ড হার্ডিঞ্জ

98. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

- অ্যালান অক্টাভিয়ান হিউম (1885 সালে)

99. কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল

-উমেশচন্দ্র ব্যানার্জী

100. আলিগড় আন্দোলনের প্রবক্তা হলেন

- স্যার সৈয়দ আহমেদ খান

101. সিপাহ বিদ্রোহের প্রথম শহীদ

- মঙ্গল পান্ডে

102. আত্মীয়সভা ও ব্রাহ্মসভা প্রতিষ্ঠাতা হলেন

-রাজা রামমোহন রায়

103. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল

- 1817 সালে

104. ভারতের পার্লামেন্ট গঠিত হয়

- রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে

105. রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর নূন্যতম বয়স হবে

- 35 বছর

106. রাষ্ট্রপতি লোকসভায় ও রাজ্যসভায় কত জন সদস্য মনোনীত করতে পারেন - 2 জন ও 12 জন

107. সীমান্ত গান্ধী বলা হতো

- খান আব্দুলগফর খান কে

108. সীমান্ত গান্ধীর অনুচরবৃন্দ বা বাহিনীকে বলা হত

- লালকোর্তা

109. বাংলায় স্বদেশী আন্দোলনের সূচনা করেছিল যে বিপ্লববাদী সংগঠন

- অনুশীলন সমিতি ও যুগান্তর সমিতি

110. মুসলিম লীগ পাকিস্তান গঠনের দাবির প্রস্তাব গ্রহণ করেছিল

- 1940 সালে

111. নেতাজি 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল

- সিঙ্গাপুরে

112. দ্বিজাতি তত্বের ধারণার রূপকার হলেন

- মাহমদ আলি জিন্নাহ

113. সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন

- 1939 সালে

114. শিখদের মধ্যে খালসা প্রথা চালু করেন

- গুরু গোবিন্দ সিং

115. আকবর কবিপ্রিয় উপাধি দিয়ে ছিলেন

– বীরবলকে

116. সেন বংশের শেষ রাজা ছিলেন

-লক্ষণ সেন

117. গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন

- 207 জন সদস্য

118. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হয়েছিলেন

- ডক্টর রাজেন্দ্র প্রসাদ

119. ঢাকার অনুশীলন সমিতির নেতা ছিলেন

- পুলিনবিহারী দাস

120. ভারতে বিপ্লববাদের জননী

- ভিকাজি রুস্তম কামা
SeeCloseComment