-->

History (Short Question - 11)



History, Short_question, Question, Educational, Knowledgeable, gk, exam, competitive, job
History (Short Question - 11)


History Short Question :


► ভারতের সবথেকে প্রাচীন মেহেরগড় সভ্যতার বিষয়ে প্রথম আলোকপাত করেন কে ?
উঃ ফরাসি পুরাতাত্বিক জা ফ্রাসোয়া জারিজ ।

► মেহেরগড় পুরাতাত্বিক ক্ষেত্রের অবস্থান কোথায় ?
উঃ বোলান গিরিপথের পাশে কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরে বালুচিস্তানের কাছি জেলায় ।

► ইবন বতুতা কোথাকার লোক ছিলেন ?
উঃ ইবন বতুতা আফ্রিকার পর্যটক ছিলেন ।

► ' মহেঞ্জোদারো' কথাটির অর্থ কি ?
উঃ ম্রিতের স্তুপ

► আলা উদ্দিন খলজীর সেনাপতির নাম কি ছিল ?
উঃ মালিক গাফুর

► ভারতের প্রথম কর্মবিনিময় কেন্দ্র তৈরি করেন কোন সুলতান ?
উঃ ফিরোজ শাহ তুঘলক ।

► কত সালে জাহির-উদ-দ্বীন মহম্মদ বাবুরের মৃত্যু হয় ?
উঃ ১৫৩০ সালে ।

► বাবুর নামা - বইটি কে প্রথম ইংরাজিতে অনুবাদ করেন ?
উঃ ফার্সি লাইডেন ১৮২৬ সালে ।

► স্টোরিয়া ডো মোগোর - বইটির লেখক কে ?
উঃ মানুচি

► আকবরের রাজত্বকালে শ্রেষ্ঠ হিন্দি কবি কে ছিলেন ?
উঃ তুলসীদাস

► কর্ণাল-এর যুদ্ধ কবে হয় ?
উঃ ১৭৩৯ সালে

► ১৫১০ সালে কে গোয়া দখল করেন ?
উঃ আলবুকার্ক

► আকবর কত সালে জিজিয়া কর তুলে দেন ?
উঃ ১৫৬৪ সালে

► ভারতীয় রেলের সূচনা হয় কত সালে ?

উঃ ১৮৫৩ সালে

► কাকে ' লোকহিতবাদী' বলা হয় ?
উঃ গোপালহরি দেশ্মুখকে ।

► আজিমুল্লা কার অনুচর ছিলেন ?
উঃ নানাসাহেবের

► ' তাজকিরাত-উল-ওয়াকিয়াত' বইয়ের লেখক কে ?
উঃ জৌহার

► দারাশুকা কার ছেলে ছিলেন ?
উঃ সম্রাট শাহজাহনের

► শাহ জাহান নামা - কার লেখা ?
উঃ ইনায়েত খান

► দিওয়ান ই মাখজি - কার লেখা ?
উঃ ঔরঙ্গজেবের মেয়ে জেব-উন-নিসার

► কোন মুঘল সাম্রাজ্ঞীর নামে মুদ্রা চালু ছিল ?
উঃ নূরজাহান

► জাহাঙ্গীরের সভার চিত্রশিল্পীর নাম কি ?
উঃ আবুল হাসান ও মনসুর

► মৌর্য যুগে বড় বণিকদের কি বলা হত ?
উঃ শ্রেষ্ঠী

► কূষান আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায় ?
উঃ শিব

► সাঁচির স্তুপ কোন সম্রাটের আমলে তৈরি করা হয় ?
উঃ সম্রাট অশোক

► মহম্মদ ঘোরীর আরেক নাম কি ছিল ?
উঃ সাহাব-উদ-দ্বীন মহম্মদ ও মুউজ-উদ-দ্বীন মহম্মদ বিন-সাম ।




         









SeeCloseComment