-->

General Science






General Science :


১। মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?- মার্কিন
যুক্তরাষ্ট্র।
২। উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ?- ম্যাকেঞ্জি
(৪২৪১ কি.মি.)।
৩। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?- আমাজন (৬৪৩৭
কি.মি.)।
৪। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ? - আমাজন।
৫। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ?- আমাজন।
৬। আমাজান নদী কোথায় পতিত হয়েছে ?- আটলান্টিক মহাসাগরে।
৭৷ কোন নদী দিয়ে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় ?- আমাজন।
৮। আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট জল প্রবাহিত হয়ঃ
- ৭২ লক্ষ ঘনফুট।
৯। ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ?- মারে ডালিং, অষ্ট্রেলিয়া
(৩৭৮০ কি.মি.)।
১০। মারে ডালিং নদী কোন নদী সাগরে পতিত হয়েছে ?- ভারত
মহাসাগরে।
১১। পশ্চিমবঙ্গের কোথায় কুমীর প্রকল্পরয়েছে - দক্ষিণ ২৪ পরগনার
ভগৎপুরে।।
১২। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয় -
জলদাপাড়ায়।

SeeCloseComment