-->

9th August 2019 Current Affairs




Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job

9 August 2019 Current Affairs 


9th August 2019 Current Affairs :


1. জীবন আমার নামে নতুন মেয়াদী বীমা পরিকল্পনা চালু করেছে LIC। এই পরিকল্পনাটি 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত উপলব্ধ। LIC এর চেয়ারম্যান এম আর কুমার, কেন্দ্র- মুম্বাই

3. রাজস্থান বিধানসভা 'anti mob lynching bill' পাস করল। মনিপুরের পরে রাজস্থান দ্বিতীয়
রাজ্যতে পরিণত হচ্ছে Lunching মামলা রােদ আইন পাস করে। এই বিলটি অজামিনযােগ্য।
সারা জীবন কারাদণ্ড এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে। রাজস্থানের রাজ্যপাল -কল্যাণ সিংহ।

4. আদিত্য বিড়লা সান লাইফ ইস্যুরেন্স ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে ব্যাংকসুরেন্স স্বাক্ষর করলাে।
আদিত্য বিড়লা সান লাইফ ইস্যুরেন্সের এখন সারাদেশের 9 ব্যাংকের সঙ্গে চুক্তি রয়েছে।

5. Shanghai cooperation organisation মহড়ায় পাকিস্তান ও চীনের সাথে অংশ নেবে ভারত।

6. 5th International Army Scout master competition' এ ভারতের স্থান প্রথম,প্রতিযােগিতা অনুষ্ঠিত হয় রাজস্থানের জয়সালমারে। কাজাখস্থান ও রাশিয়া প্রতিযােগিতায় প্রথম পর্যায়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে, এছাড়া এই প্রতিযােগিতা ৪ টি দেশ অংশগ্রহণ করে।


7. সুষমা স্বরাজ এর স্বামীর নাম "Swaraj Kaushal"। ভারতের সুপ্রিম কোর্ট তাঁকে 34 বছর বয়সে সিনিয়র অ্যাডভােকেট মনােনীত করেছিলেন। তিনি 37 বছর বয়সে ভারতের
সর্বকনিষ্ঠতম (মিজোরাম রাজ্যের গভর্নর হওয়ার গৌরব অর্জন করেছেন।

৪. ভারতে 540 টি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) কেন্দ্র রয়েছে।

9. স্পেসএক্স ফ্যালকন 9 রকেট ফ্লোরিডার কেপ কানাভেরাল এয়ার ফোর্স স্টেশনে আমােস -17 নামে ইস্রায়েলি টেলিযােগাযােগ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। উপগ্রহটি জিওসিষ্ক্রোনাস স্থানান্তর কক্ষপথে সফলভাবে চালু হয়েছিল।

10. সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বাড়াতে কোন বিল পাস হয়েছিল? কারণ পদক্ষেপটি 59,696 ছুঁয়ে যাওয়া মামলাকে হ্রাস করার উদ্দেশ্যে।

11. সমঝোতার পর এ বার ‘থর এক্সপ্রেস’ বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের। বন্ধ ভারতের হিন্দি সিনেমাও । পাকিস্তানের খোকরাপার ও বারমেরের মুনাবাও-এর মধ্যে চলা সাপ্তাহিক ট্রেন থর এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হলো। ১৯৭৬ সাল থেকে লাহোর ও দিল্লির মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
12. প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে পরিচালক রাজ চক্রবর্তীকে কলকাতা চলচ্চিত্র উৎসবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । চেয়ারম্যান পদ থেকে প্রসেনজিৎকে সরানো হলেও অ্যাডভাইজারি কমিটির সদস্য পদে এখনও তাঁকে রাখা হয়েছে।

13. ৬৬তম জাতীয় পুরস্কার, সেরা বাংলা ছবি ‘এক যে ছিল রাজা’। সেরা হিন্দি ছবি- অন্ধাধুন

সেরা বাংলা ছবি- এক যে ছিল রাজা

সেরা চিত্রনাট্য- অন্ধাধুন

সেরা সঙ্গীত পরিচালক- সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত)

সেরা পুরুষ কণ্ঠ- অরিজিৎ সিং
সেরা কোরিওগ্রাফি- পদ্মাবত (ঘুমর)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক

সেরা সহ অভিনেত্রী- সুরেখা সিক্রি (বধাই হো)
সেরা সহ অভিনেতা- স্বানন্দ কিরকিরে (চুম্বক)-মারাঠি ছবি।
সেরা বিনোদনমূলক ছবি- বধাই হো
সেরা সংলাপ- চূর্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ)

পুরস্কৃত হয়েছে 50 year’s of ray’s detective

সেরা পরিচালক- আদিত্য ধর (উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক)

সেরা অভিনেত্রী- কীর্তি সুরেশ (তেলুগু ছবি মহানতি)

সেরা অভিনেতা- আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), ভিকি কৌশল (উরি)


সেরা সামাজিক ছবি- প্যাডম্যান

14. ট্রেনের ভিতরেই বাজার, রেল চালু করল অভিনব ব্যবস্থা। বৃহস্পতিবার এই পরিষেবা চালু হয়েছে আহমেদাবাদ-মুম্বই কর্ণাবতী এক্সপ্রেসে।

15. ৯ আগস্ট পালিত হল সিঙ্গাপুরের জাতীয় দিবস।

16. ৯ আগস্ট জাপানে 'নাগাশাকি দিবস' নামে পরিচিত।


English Version : Click Here 







         









SeeCloseComment