-->

8th August Current Affairs 2019



August, Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job
8th August Current Affairs 2019 





8th August  current affairs 2019 :


1. 'International Cat Day' পালন করা হল  ২০১৯  সালের ৮ই আগস্ট তারিখে।

2. National Handloom day প্রতিবছর 7 আগস্ট পালন করা হয়। এটি 2015 সাল থেকে এই দিনে এই দিনটিতে পালন করা হয় এটি নরেন্দ্র মােদি উদ্বোধন করেছিলেন।

3. রাজ্যসভা গ্রাহক সুরক্ষা বিল2019 পাস করল।

4. মার্কিন যুক্তরাষ্ট্র চিনকে একটি Currency manipulator হিসেবে লেবেল করছে। চীনের রাজধানী বেইজিং।

5. ভারতের ন্যায্য স্বীকৃতিও ধারাবাহিকভাবে মিস ওয়ার্ল্ড ডাইভারর্সিটির খেতাব জয় করার সাথে সাথে ইতিহাস রচনা করলেন।

6. 22তম National Conference on e-governance 2019 অনুষ্ঠিত হবে ৪ থেকে 9 আগস্ট মেঘালয়তে।

7. ইউরেনিয়াম সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করলাে বাংলাদেশ।

8. ৮ই আগস্ট সারা দেশে পালিত হল 'ভারত ছাড়ো আন্দোলনের' ৭৭ তম বছর।

9. ‘ভারত রত্ন’ সম্মান পেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার ব্যাপারে গত ২৫ জানুয়ারি ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তথা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

10.  মরনোত্তর ভারত রত্ন দেওয়া হয়েছে প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা ও প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখকে।


English Version : Click Here







         







SeeCloseComment