-->

6th August Current Affairs 2019


6th August Current Affairs 2019, Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job
6th August Current Affairs 2019 


6th August Current Affairs 2019 :


১ । প্রয়াত সুষমা স্বরাজ (১৯৫২-২০১৯) :
শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।।হঠাৎ বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন তিনি। গতকাল রাত ১১টা নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনিই ছিলেন ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাংসদ। সুপ্রিম কোর্টে অ্যাডভােকেটও ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিদেশমন্ত্রী ছিলেন।

২। ৬ আগস্ট পালিত হল বলিভিয়ার জাতীয় দিবস।

৩। 'Conference Of Good Governance' অনুষ্টিত হল জয়পুরে।

৪। ভারতীয় DRDO (Defence Research Development Organisation) সম্প্রতি QRSAM (Quick Reaction Surface to Air Missile) সফলভাবে পরীক্ষা করল। এটি 25 থেকে 30 কিলােমিটার পর্যন্ত যেকোনাে লক্ষ্যভেদ করতে সক্ষম। DRDO 1958 সালে গঠিত হয়, এর হেডকোয়ার্টার নতুন দিল্লি, The Chairman of DRDO is Dr G. Satheesh

৫। সম্প্রতি ইংলিশ চ্যানেল পার হলেন Franky Zapata.

৬। WWE থেকে অবসর ঘোষনা করলেন 'The Rock' নামে পরিচিত Dwayen Johnson.

৭। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী তার নিজ শহর গুজরাটের রাজকোট থেকে 'ভালি ডিক্রি যােজনা' চালু করল। এই প্রকল্পটি বালিকা সন্তানের কল্যাণে চালু করা হয়েছে। এই প্রকল্পটির সফল প্রয়ােগের জন্য রাজ্য সরকার ১৩৩ কোটি রুপি বাজেট বরাদ্দ করেছে।

৮। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষনা করলেন দক্ষিন আফ্রিকার ক্রিকেটার ডেল স্টেন।

৯। ২য় 'All India Annual Conference Of IIS Officers' অনুষ্টিত হল নতুন দিল্লী তে।

১০। রিজার্ভ ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট খােলার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের জন্য সাতটি পাবলিক সেক্টরের ব্যাংকে ১১ কোটি জরিমানা জারি করেছে।

১১। 'ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস বিল' পাশ করল লোক সভা।

১২। ৬ আগস্ট পালিত হল জামাইকার জাতীয় দিবস।

১৩। 'ললিত কলা একাডেমির' ৬৫ তম প্রতিষ্টিত দিবস অনুষ্টিত হল ৬ আগস্ট।

১৪। 'Surrogacy Regulation Bill 2019' পাশ করল লোকসভা।

১৫। ফর্মুলা ওয়ান মার্সিডিজ ড্রাইভার লুইস হ্যামিল্টন হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিকস জিতেছেন, তিনি ম্যাক্স ভার্স্টাপেনকে সপ্তমবারের মতাে রেকর্ড বাড়িয়ে চ্যাম্পিয়নশিপে 62 পয়েন্ট করেছেন।

১৬। লন্ডনের HSBC ব্যাঙ্কের Interim CEO হলেন Noel Quinn.

১৭। কেন্দ্র ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে একটি National Population Register (NPR) প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে।

১৮। Toyota Thailand Open 2019 ব্যাটমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গেলস চ্যাম্পিয়ন হলেন Chou Tien- Chen ( পুরুষ, তাইওয়ান) এবং Chen Yufei ( মহিলা, চায়না)

১৯। ISRO বেঙ্গালুরুতে Space Situational Awareness Control Centre স্থাপন করল

২০। ৬ আগস্ট পালিত হল 'হিরোশিমা' দিবসেন ৭৪ তম বার্ষিকী।

২১। ভারতের প্রথম Underwater Metro চালু হতে চলেছে কলকাতায়।

২২। 'Top 100 Retailers in Asia 2019 ' এ প্রথম স্থানে জায়গা পেল Walmart.

২৩। Maruti XL - 6 এর ব্রান্ড অ্যাম্বাসাডার হতে চলেছেন অভিনেতা রনবীর কাপুর।




English Version : Click Here 




         







SeeCloseComment