-->

5th August Current Affairs 2019



5th August Current Affairs 2019, Current, Affairs, exam, knowledge, English, important, competitive, job, Education
5th August Current Affairs 2019



5th August Current Affairs 2019 :




১। চাষীদের চাষবাসের সুবিধার্থে 'মেঘদূত' অ্যাপ লঞ্চ করল কেন্দ্র সরকার।

২। Indian Council of Medical Research (ICMR) দুটি নতুন টিবি ভ্যাকসিনের জন্য একটি পরীক্ষা শুরু করেছে। এটি ভারতের প্রথম বৃহত্তর বিচার।

৩। জন্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিল সরকার। তৈরী হল লাদাখ ও জন্মু- কাশ্মীর দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল।

৪। ভারতের প্রথম জলের নীচে মেট্রো রেল চালু হতে যাচ্ছে কলকাতায়।

৫। ভারতীয় সেনাবাহিনী দিল্লিতে সরকারী কর্মকর্তাদের ব্যবহারের জন্য বৈদ্যুতিন গাড়ি (ই-কার) নিয়ােগ দিয়ে একটি পরিবেশগত উদ্যোগ নিয়েছে।

৬। প্রয়াত হলেন অস্কার বিজয়ী ডকুমেন্টারি নির্মাতা D.A. Pennebaker.

৭। Republic Of Guinea - এর সব্বোর্চ সন্মানে পুরষ্কৃত হল রাস্ট্রপতি রামনাথ কোবিন্দ।

৮। উত্তর কোরিয়া আরও একাধিক রকেট লঞ্চার সিস্টেম পরীক্ষা করেছে। দেশটি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে লক্ষ্যবস্তু আক্রমণের সম্ভাব্য দেশটির সম্ভাব্যতা বাড়িয়ে তুলতে পারে।

৯। 'হাঙ্গেরিয়ান গ্রান্ড প্রিক্স ২০১৯' জিতল লুইনস হ্যামিল্টন।

১০। কানাডা সরকার দেশের আর্টিক অঞ্চলে একটি সুরক্ষিত সামুদ্রিক অঞ্চল তৈরি করার পরিকল্পনা করেছে। এই পদক্ষেপটি মারাত্মক জলবায়ু পরিবর্তনের পরে যা বিশ্বব্যাপী গড় আবহাওয়ার চেয়ে তিনগুণ দ্রুত কার্যকর হয়েছিল।

১১। পোল্যান্ড ওপেন ২০১৯ টুর্নামেন্টে ৫৩ কেজি কুস্তি বিভাগে সোনা জিতল Vinesh Phogat.

১২। ম্যাকনজি বেজোসিস এখন বিশ্বের তৃতীয় ধনী মহিলা

১৩। প্রয়াত হলেন ক্রিকেটার ও কমেন্টেটর Anant Setalvad.

১৪। প্রয়াত হলের জনপ্রিয় গুজরাতি সাংবাদিক Kanti Bhatt.

১৫। ওড়িশা তে সাফল্যের সাথে 'Fired QRSAM Missile' টেস্ট করল DRDO.

১৬। ভারত ২০৩০ সালের মধ্যে একটি বৈদ্যুতিক যানবাহন বহর অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

১৭। ৮তম 'RCEP Inter- Senssional Ministerial Meeting 2019' অনুষ্টিত হল বেজিং এ।

১৮। নােয়াডার বাসিন্দারা 'পাকিস্তান ওয়াল গালি' নাম পরিবর্তন করতে চান

১৯। প্রকাশ্য স্থানে বোর্খা ও নিকাব পরা ব্যান করল নেদারল্যান্ডস সরকার।

২০। আর্মস্টাডামে, 'International Honor For Excellence' পুরস্কার পেলেন ইংলিশ অভিনেতা ও পরিচালক Andy Serkis.

২১। বিশ্বব্যাংকের তথ্য বলছে, বিশ্ব GDP র্যাঙ্কিংয়ে ভারত 7th ম স্থানে রয়েছে।


২২। প্রাক্তন জাতীয় ক্রিকেটার কপিল দেব কে 'Bharat Gaurav Award 2019' প্রদান করল ইস্টবেঙ্গল।

২৩। Shri Prahlad Singh Patel launches Mobile Library Buses procured by New Delhi.

২৪। 'Republic Of Cyprus' এর পরবর্তী রাস্ট্রদূত হলেন মধুমিতা হাজারিকা।



English Version : Click Here 




         






SeeCloseComment