4th August Current Affairs 2019 |
4th August Current Affairs 2019 :
১। . মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে মধ্যবর্তী রেঞ্জ পারমাণবিক বাহিনী চুক্তি (আইএনএফ) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে। প্রত্যাহারের ফলে রাশিয়ার সাথে শীতল যুদ্ধের ক্ষেপণাস্ত্র চুক্তি শেষ হয়েছে।
২। Indian Army, দিল্লিতে অফিসিয়াল কাজে ব্যবহারের জন্যে লঞ্চ করল ইলেক্ট্রিক 'E - Car '.
৩। টিবি রোগের জন্যে নতুন দুটি ভ্যাকসিন 'IMMUVAC' ও 'VPM1002', আনল Indian Council Of Medical Reaserch.
৪। ১৫ তম India - US Defence Policy Group Meeting 2019 অনুষ্টিত হল ওয়াশিংটনে।
৫। বুলগেরিয়ায় 'ওয়ার্ল্ড কাডেট কুস্তি' প্রতিযোগিতায় ৬৫ কেজি বিভাগে সোনা জিতল সোনম মালিক।
৬। LIC এর হাউজিং ফাইনান্সের MD ও CEO পদে নিযুক্ত হলেন সিদ্ধান্ত মোহান্তি।
৭। 'Code On Wages Bill 2019' পাশ করল পার্লামেন্ট।
৮। আসামের বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হলেন আমিনুল হক লস্কর।
৯। 'National Medical Commission Bill, 2019 ' পাশ করল রাজ্য সভা।
১০। বিশ্বের প্রথম অতি দ্রুত 'Hyperloop Project' করা হবে মহারাস্ট্রে।
১১। ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল এই বছরের জন্য ভারতের জন্য গ্রস ডমেস্টিক প্রােডাক্ট (GDP) প্রবৃদ্ধির পূর্বাভাসকে কমিয়েছে, যা দাঁড়ালাে 6.9%।
১২। মেয়ে শিশু দের উন্নতির জন্যে 'Vhali Dikri Yojona' লঞ্চ করল গুজরাত সরকার।
১৩। লিওনেল মেসিকে দুর্নীতির কারণে তিন মাসের জন্য আর্জেন্টিনার দল থেকে সাসপেন্ড করা হল।
১৪। HAL এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন M S Velpari.
১৫। জাতীয় সাহসী পুরস্কার প্রাপক সিতু মালিক গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন।
১৬। "Miss England 2019" ডাক্তার ভাষা মুখার্জি, তিনি একজন ভারতীয় বংশােদ্ভূত।
১৭। প্রয়াত হলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা Devadas Kanakala.
১৮। 'Repealing And Amending Bill, 2019' পাশ করল পার্লামেন্ট।
১৯। আর্কটিক অঞ্চলে সম্প্রতি 'Protected Marine Area' তৈরী করল কানাডা সরকার।
২০। গিনির সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হলাে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কে, "National order of merit"এটি হলাে গিনির সর্বোচ্চ সম্মান।