-->

2nd August 2019 Current Affairs


2nd August 2019 current affairs, Current, Affairs, exam, knowledge, wbcs, ssc, Rail, gk, competitive
2nd August 2019 Current Affairs 


2nd August 2019 Current Affairs :


1. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) প্রতিবছর পহেলা আগস্ট পালন করা হয়।

2. সম্প্রতি মহারাষ্ট্র পরীক্ষার মুওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। মহারাষ্ট্রের রাজধানী -মুম্বাই,CM -দেবেন্দ্র ফাদনাভিস,রাজ্যপাল চন্দ্রমণি বিদ্যাসাগরও

3. দক্ষতা উন্নয়ন কুটির শিল্প প্রকল্পের জন্য গাম্বিয়ায় ভারত 5 লক্ষ মার্কিন ডলার সহায়তা প্রদান করলেন। গাম্বিয়ার রাজধানী বাঞ্জুল, মুদ্রা -গম্বিয়ান ডালাসি।

4. ডাক বিভাগ জানিয়েছে যে তারা ইন্ডিয়ান পােস্ট পেমেন্ট ব্যাংক একটি ছােট ফিনান্স ব্যাংকে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ,এটি গ্রাহকদের ছােট লােন দেওয়ার জন্য সক্ষম।

5. রুহান রাজপুত Entrepreneur of the Year Award-2019 জিতলেন। এছাড়াও তিনি ব্যবসায়ের ক্ষেত্রে উদ্বোক্তা বিপিও /কেপিও বিভাগে পুরস্কার জিতেছেন।

6.DD NEWS ভারতের নিউজ চ্যানেল champions of empathy award পেল। হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয়।

7. সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার "save green stay clean"- নামে সচেতনতামূলক অভিযান শুরু করলাে।

৪. Flipkart Samarth নামে একটি অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম চালু করেছে। যেখানে ছােট এবং ক্ষুদ্র শিল্পরা তাদের পণ্য বিক্রি করতে পারবে।

9. গুরুপ্রসাদ মহাপাত্র সেক্রেটারি DPIITএর দায়িত্ব গ্রহণ করলেন।

10. রবি কাপুর সেক্রেটারি টেক্সটাইলের দায়িত্ব গ্রহণ করলেন।

11. ভারত ৪৮ টি দেশের মধ্যে রয়েছে যাদের নাগরিকদের পর্যটন উদ্দেশ্যে ভিসা ফি থেকে ছাড় দেওয়া হয়েছে, এটি শ্রীলঙ্কা সরকার করেছে।


English Version : Click Here




         




SeeCloseComment