26th August Current Affairs 2019 :
1. সংযুক্ত আরব অমিরাতে (UAE) RuPay ডেবিট কার্ড লঞ্চ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2. বাহরাইনের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘King Hamad Order of the Renaissance’-এ ভূষিত হলেন নরেন্দ্র মোদী
3. ‘Free Medicine Scheme’ প্রয়োগে শীর্ষস্থান অর্জন করলো রাজস্থান।
4. British Grand Prix জিতলেন স্পেনের মোটরসাইকেল রেসার Alex Rins ।
5. কো- ব্রান্ডেড ক্রেডিট কার্ডের জন্যে Stanchart এর সাথে টাই আপ করল বন্ধন ব্যাঙ্ক।
6. ‘Eminent Engineer Award 2019’ পেলেন Central Public Works Department-এর ডিরেক্টর জেনারেল প্রভাকর সিং।
7. GI tag পেল কর্নাটকের খারিফ শস্য 'Gulbarga tur dal'.
8. ‘Forbes Highest-Paid Actresses’-তালিকায় শীর্ষস্থান পেলেন হলিয়ুড অভিনেত্রী Scarlett Johansson, যার সম্পত্তির পরিমান ৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
9. "Flawed : The Rise and Fall Of Indian's Diamond Mogul Nirav Modi" নতুন বইটির লেখক Pavan C Lall.
10. সুমেরু মহাসাগরে ভাসমান পারমানবিক চুল্লি লঞ্চ করলো রাশিয়া।
11. 'World Archery Youth Championship 2019' প্রতিযোগিতায় সোনা জিতল ভারতের U-21 মিক্সড টিম Markoo Raginee এবং Sukhbeer Singh.
12. ফ্লিপকার্ট-এর প্রতিষ্ঠাতা Binny Bansal এবং Sachin Bansal-এর গল্প নিয়ে “Big Billion Startup: The Untold Flipkart Story”-শিরোনামে একটি বই প্রকাশিত হতে চলেছে,যেটি লিখেছেন মিহির দালাল।
13. বান্দ্রা স্টেশনে 'Heritage Postal Stamp' লঞ্চ করল শাহারুখ খান।
14. Composite Water Management Index-এ প্রথম স্থান পেল গুজরাট।