-->

25th August Current Affairs 2019






25th August Current Affairs 2019 :


1. জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। প্রথম কোনও ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদী শাটলার।

2. হাবার্ড বিশ্ব বিদ্যালয়ের গভেষক রা এমন একটি লেন্স তৈরী করেছেন যেটি, মানুষের চোখের মত কাজ করে।
শ্রীনগরে জম্মু-কাশ্মীরের সচিবালয় থেকে সরানো হল 'আলাদা' পতাকা, উড়ছে ভারতের তেরঙা।

3. উড়িষ্যা সরকার World Heritage City হিসাবে পুরীর উন্নতির প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করলো।

4. বাহারিনের মনামায় ২০০ বছরের প্রাচীন শ্রী কৃষ্ণ মন্দিরের পুনর্নির্মাণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই প্রকল্পে খরচ পড়বে ৪২ লক্ষ ডলার।

5. Asian Insfrastructure Invesment Bank এর ৭৩ তম নন - রিজিওনাল সদস্য হল সার্বিয়া।

6. National Teachers Award পাচ্ছেন জামশেদপুরের সন্ধ্যা প্রধান।

7. প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী বাহারিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে অনবাসী ভারতীয়দের সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাঁকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস সম্মানে সম্মানিত করেন বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

8. ব্রিটিশ মাসিক ম্যাগাজিন ‘Euromoney’-এর ‘World’s Best Bank’-এর তালিকায় শীর্ষস্থান পেল DBS Bank

9. বেন স্টোকসের অপরাজিত শতরানে লিডস টেস্ট জিতে অ্যাসেজে সমতা ফেরাল ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে অ্যাসেজে সমতা ফেরাল ব্রিটিশরা।


10. RCB ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন Simon Katich ।

11. NDTV এর অন্তবর্তী CEO পদ থেকে পদত্যাগ করলেন সুপর্না সিংহ।

12. কোলাডো আর বিদ্যাসাগরের গোলে বিএসএস স্পোর্টিংয়ে ২-১ গোলে হারাল আলেসান্দ্রো ব্রিগেড।

13. World Archery Youth Championship-এ ব্রোঞ্জের পদক জিতলো ভারতীয় দল

14. 'Foreign Exchange Travel Card' এর জন্যে, BookMyForex যুক্ত হল Yes Bank এর সাথে।

15. ৯০ ঘণ্টায় ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন সেনা অফিসার অনিল পুরী। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল তিনি। বয়স ৫৬।

16. কেন্দ্র দ্বরা 'Smart Policing Award 2019' অনুষ্টিত হল নতুন দিল্লিতে।

17. 2019 Henley Passport Index-এ ভারতের স্থান ৮৬ তম এবং শীর্ষস্থানে আছে জাপান এবং সিঙ্গাপুর।



English Version : Click Here 




         



SeeCloseComment