-->

1st August 2019 Current Affairs

1st August 2019 Current Affairs, Current, Affairs, exam, knowledge, wbcs, Competitive, education, job
1st August 2019 Current Affairs

1st August 2019 Current Affairs :


1. High Court এর Chief Justice রাজ্যপালের কাছে শপথ গ্রহণ করেন।

2. বিচারপতি A.K Sikri ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক বাণিজ্যিক আদালতে বিচারক হিসাবে নিয়ােগ পান।

3. বিখ্যাত বই গােডান রচয়িতা মুন্সি প্রেমচাঁদ, প্রেমচাঁদের জন্ম 1880 সালের 31 জুলাই বারাণসীর কাছে লামি গ্রামে।

4. 1920 সালের 1 আগস্ট, অসহযােগ আন্দোলন আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়েছিল। মােহনদাস (মহাত্মা) গান্ধী ভারতবর্ষকে ব্রিটিশ সরকার স্ব-সরকার বা স্বরাজ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য এই আয়ােজন করেছিলেন। এটি একটি ব্যর্থ চেষ্টা ছিল। এটি 1920-1922 এর মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।

5. ই-গভর্নেন্স 2019 এর জাতীয় সম্মেলনটি Meghalaya এ অনুষ্ঠিত হবে।

6. রাজ্যসভা অনিয়ন্ত্রিত আমানত স্কিম বিল, 2019 এর নিষেধাজ্ঞার পাস করেছে এই বিলের লক্ষ্য এমন একটি প্রক্রিয়া প্রবর্তন করা হয়েছে যা পনজি স্কিমগুলি রােধ করবে। এটি আমানতকারীদের স্বার্থ রক্ষা করবে।

7. রাজীব কুমার ভারতের ফাইনান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন।

8. রাশিয়ার কাছ থেকে আজ R-27 মিসাইল কেনার জন্য দেড়হাজার কোটি টাকা চুক্তি স্বাক্ষর করল ভারত।

9. ভারতের সবচেয়ে থেকে বড় টেলিকম অপারেটর এর তকমা পেল রিলায়েন্স জিও।


English Version : Click Here




         




SeeCloseComment