-->

15th August Current Affairs 2019





Exam, competitive, education, Environmental, Current, Affairs, job
15th August Current Affairs 2019


15th August Current Affairs 2019 :



1. চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

2. মাত্র সাত দিনে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে ফেলল নয় বছরের খুদে পর্বতারোহীআদভাইত ভারতিয়া।আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারোর উচ্চতা ১৯ হাজার ৩৪১ ফুট। পুনের বাসিন্দা আদভাইত গত ৩১ শে জুলাই মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে।

3. তিন বাহিনীর সমন্বয়ে এই নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ পদ গঠন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।

4. দেশের দ্রুততম রেল ইঞ্জিন তৈরি হল চিত্তরঞ্জনে, ছুটছে সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘণ্টার গতিতে।


5. জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া। ৮৬ কেজি বিভাগে রাশিয়ার এলিক সুবুজুকোবকে হারিয়ে সোনা জিতেছেন দীপক।

6. ৯২ কেজি বিভাগে ভারতের ভিকি চহ্বর ব্রোঞ্জ জিতেছেন। মঙ্গোলিয়ার বাটমাগনই ইখতুবসিনকে হারিয়েছেন।

7.এক দশকে ২০,০০০ আন্তর্জাতিক রান করে বিরাটের বিশ্বরেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে অপরাজিত ১১৪ রান করেন বিরাট কোহলি। ১৪টি বাউন্ডারিতে সাজানো কোহলির ৪৩তম ওয়ান ডে সেঞ্চুরি। পরিসংখ্যান বলছে ২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০০১৮ রান করেছেন বিরাট কোহলি। বিশ্বক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি কোহলির। এর আগে রিকি পন্টিং এক দশকে ১৮৯৬২ রান করেছিলেন৷

8. বিরাট সেঞ্চুরিতে ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজ জয় ভারতের।
ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া।একদিনের কেরিয়ারের ৪৩ তম সেঞ্চুরিটি করে ফেললেন বিরাট কোহলি।

9. জলের সমস্যা দূর করতে ‘জল জীবন মিশন’ প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। , বরাদ্দ সাড়ে তিন লক্ষ কোটি টাকা।
----------

10. Ranipet এবং Tirupattur-নামে আরো দুটি নতুন জেলা গঠনের ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী Edapaddi K Palaniswami


11. ২০১৯ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে মোট ৯৪৬ জন পুলিশ সদস্যকে পরিষেবা / গ্যালেন্টারি মেডেল প্রদান করা হয়েছে।

12. 'Sawchh Nagar App' লঞ্চ করল হাউজিং এবং আর্বান অ্যাফের্য়াস মন্ত্রনালয়।

13. নির্বাচিত ১৮ টি রাজ্যের মধ্যে ১৬ টি রাজ্য টেক্সটাইল সেক্টরে (SAMARTH) সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের অংশ হিসাবে প্রায় ৪ লক্ষ শ্রমিককে দক্ষ করার লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

14. ইন্ডিয়ান এয়ার ফোর্সের (IAF) উইং কমান্ডার অভিনন্দন ভার্থমানকে স্বাধীনতা দিবসে বীরচক্র বীরত্ব পদক প্রদান করা হলো ।

15. ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জালিয়ানওয়ালাবাগ গণহত্যায় নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে ‘Jung-E-Azadi’ স্মৃতিসৌধের তৃতীয় পর্ব উৎসর্গ করলেন ।

16. Worst Country For Solo Female Travellers-তালিকায় ভারতের স্থান নবম

17. কেন্দ্রীয় সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ তহবিল, মোটর গাড়ি (MV) দুর্ঘটনা তহবিল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে |

18. শহরাঞ্চলে ‘Swachh Nagar’-নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো কেন্দ্র সরকারের Housing and Urban Affairs মন্ত্রালয়।

19. মোহালি ট্রাফিক পুলিশ চন্ডীগড়ের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রণীত 3-D স্মার্ট ট্র্যাফিক সিগন্যাল চালু করেছে ।

20. Air Operation এর জন্যে Naval Air Enclave এবং CIAL সংস্থা MoU স্বাক্ষর করল।

21. কেন্দ্রীয় রেলপথ মন্ত্রক ভারতীয় রেলের CORAS (কমান্ডো ফর রেলওয়ে সিকিউরিটি) চালু করলো । এটি রেল প্রোটেকশন ফোর্সের (RPF) এর পৃথক কমান্ডো ইউনিট।

22. প্রথম মহিলা হিসেবে 'triple -double' twist দিল জিমনেশিয়াম Simone Arianne.

23. ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক রাজ্যের সেরা হকি প্রতিভা অর্জনের জন্য ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হকির একটি উচ্চ-পারফরম্যান্স কেন্দ্র নাভাল টাটা হকি একাডেমির (NTHA) উদ্বোধন করলেন।

24. টেকনোলজি ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্যে 'E -Step' প্রোগ্রাম লঞ্চ করল কর্নাটক সরকার।

25. হর্ষদ পান্ডুরং ঠাকুরকে জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ করা হলো ।

26. 'Naval Tata Hokey Academy' এর উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

27. Highest Paid Banker In The Country-তালিকায় প্রথম স্থান পেলেন HDFC Bank-এর CEO আদিত্য পুরী, দ্বিতীয় স্থান পেলেন Axis Bank-এর CEO অমিতাভ চৌধুরী এবং তৃতীয় স্থান পেলেন Kotak Mahindra Bank-এর উদয় কোটাক।

28. World’s Most Profitable Company-এর তালিকায় শীর্ষস্থান অর্জন করলো সৌদির Aramco

29. কৃষকদের জন্যে 'Uber for Tractors' লঞ্চ করল কৃষি মন্ত্রনালয়।

30. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-হায়দ্রাবাদ (IIT-H) এবং ডাঃ বি আর আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, জলন্ধর এর গবেষকরা ডিমের খোসা থেকে হাড়ের প্রতিস্থাপন উপকরণ সংশ্লেষনের প্রক্রিয়া আবিষ্কার করেছেন |

31. অসাধারণ রাজনৈতিক প্রতিবেদনের জন্য ‘2019 Prem Bhatia Award’ পেলেন প্রাক্তন সাংবাদিক রাজদীপ সরদেসাই।

32. আসামে, গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে (GTAC) এক কেজি গোল্ডেন বাটারফ্লাই চা স্বর্ণের উপর আঘাত হওয়ায় এটি ৭৫,০০০ টাকায় বিক্রি হলো ।

33. বাংলার মহিলা ক্রিকেট টিমের নতুন কোচ হলেন শিবশঙ্কর পাল।

34. ইংল্যন্ড কে হারিয়ে 'Physical Disability World Series T20' জিতল ভারত।




English Version : Click Here





         





SeeCloseComment