12th August Current Affairs 2019 |
12th August Current Affairs 2019 :
1. 2018-19 UEFA 'Goal of the Season' Award পেলেন প্রখ্যাত ফুটবলার লিওনেল মেসি।
2. 'International Youth Day' পালিত হল ১২ আগস্ট।
3. ‘Harmony OS’-নামে নিজস্ব অপারেটিং সিস্টেম লঞ্চ করলো Huawei কোম্পানী।
4. 12th August ডঃ বিক্রম আম্বালাল সারাভাই - এর ১০০ তম জন্মদিনকে সেলিব্রেট করছে গুগল ডুডল।
ইসরোর প্রতিষ্ঠাতা, ভারতের মহাকাশ গবেষণার প্রাণপুরুষ ডঃ বিক্রম আম্বালাল সারাভাই। তাঁকে ভারতের ‘অন্তরীক্ষ গবেষণার জনক’ বলা হয়। তাঁকে সম্মান জানিয়েই ঐতিহাসিক চন্দ্রযাত্রায় ‘বিক্রম’ নামটা যোগ করেছে ইসরো। ল্যান্ডার তৈরি হয়েছে প্রয়াত বিক্রম সারাভাইয়ের নামেই।
বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের মৃত্যু রহস্যজনক ( ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর)।
5. ভারতের প্রথম কর্পোরেট ক্রেডিট কার্ড 'Freedom Card' লঞ্চ করল EnKash.
6. নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে রিলায়েন্স গোষ্ঠী। সোমবার সংস্থার ৪২তম সাধারণ সভায় এ কথা বলেছেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি
8. Indian National Science Academy(INSA)-এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হলন চন্দ্রিমা সাহা।
9. হরিয়ানা সরকার লঞ্চ করল 'Mukhya Mantri Parivar Samtidhi Yojona' ।
10. মধ্যপ্রদেশের ব্যাডমিন্টন খেলোয়াড় সৌরভ বর্মা ‘Hyderabad Open’-এ Men's Singles title জিতলেন।
11. RBL Bank ভারতের প্রথম 'Health Focused Credit Card' লঞ্চ করল।
12.‘Tbilisi Grand Prix’-এ ৬৫কেজি বিভাগে সোনা জিতলো ভারতের বজরং পুনিয়া।
13. 'Discover India' স্কিম লঞ্চ করল 'Air India' সংস্থা।
14. আন্তর্জাতিক বানিজ্য নীতি লঙ্ঘন করায়, বানিজ্য তালিকা থেকে জাপানকে বাদ দিল দক্ষিন কোরিয়া
15. YES ব্যাঙ্কে চিফ ফাইনান্সিয়াল অফিসার নিযুক্ত হলেন Anurag Adlakha.
16. 95 বছর বয়সে গান্ধীবাদী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী দয়ানিধি নায়েক মারা গেলেন ।
17. নীতি আয়োগ আয়োজিত 'Women Transforming India' পুরস্কার অনুষ্টান আয়োজিত হল নতুন দিল্লিতে।
18. দিল্লি-লাহৌর বাস পরিষেবা বাতিল করল ভারতও । উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরই বাস পরিষেবা বাতিল করে পাকিস্তান। প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিলের জেরে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছিল পাকিস্তান। এরপর সমঝোতা এক্সপ্রেস বাতিল করে ভারতও।
19. 'Montreal Open 2019' শিরোপা জিতল রাফায়েল নাদাল।
20. Indian Army জম্মুতে লঞ্চ করল 'Mission Reach Out'.