11th August Current Affairs 2019 |
11th August Current Affairs 2019 :
1. কেরালার রাজ্যে মহাকাশ প্রযুক্তি প্রচারের জন্য ইসরাে। ভিএসএসসি-র সাথে সমঝােতা স্মারক সই হয়েছে।
2. প্রণব মুখােপাধ্যায় ভারতরত্ন প্রাপ্ত ভারতের পঞ্চম রাষ্ট্রপতি। মুখার্জি 2012 থেকে 2017 সালের মধ্যে ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
3. Kings XI Punjab দলের কোচ থেকে পদত্যাগ করলেন Mike Hesson
4. কোচিন শিপইয়ার্ড ৪ আগস্টে দুটি রাে-প্যাক্স (রােল-অন রােল-অফ যাত্রী) জাহাজ চালু করেছে। আর-প্যাক্সটি কোচিন শিপইয়ার্ড ডিজাইন করেছেন এবং ইনল্যান্ডল্যান্ড ওয়াটারওয়েস অথরিটি অফ ইন্ডিয়ার (IWAI) জন্য তৈরি করেছিলেন।
5. হাশিম আমলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।
6. 4th National Entrepreneurship Award আয়োজন করল MSDE.
7. উচ্চ পর্যায়ের ক্রিকেটে রূপান্তরকামীদেরকে(Transgender) খেলার সুযোগ করে দেওয়ার জন্য ‘Transgender-Inclusive Policy’-এর ঘোষণা করলো অস্ট্রেলিয়া
8. ভারতীয় রেলওয়ে লঞ্চ করল 'Onboard Shopping' ।
9. অভিনেতা স্টিভ কুগান কে 'চার্লি চ্যাপলিন' পুরস্কারে সন্মানিত করল ব্রিটিশ অ্যাকাডেমির লস এঞ্জেলেস শাখা।
10. WTI পুরষ্কারের চতুর্থ সংস্করণ চালু করবে নীতি আইয়ােগ।
11. 'Green Manipur Mission' এর ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন ৯ বছরের বালিকা Elangbam Valentina Devi.
13. ‘Chief Minister’s Green Manipur Mission’-এর অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলো Elangbam Valentina Devi নামে 9 বছর বয়সী একটি মেয়ে।
14. 'BioFuel Policy' তে দেশের মধ্যে প্রথম স্থানে জায়গা পেল রাজস্থান।
15. ইরানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন ব্রিগেডিয়ার-জেনারেল আমির হাতামি।
16. সম্প্রতি 300 তম একদিনের ক্রিকেট ম্যাচ খেললেন ক্রিস গেইল।
17. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনােলজি মাদ্রাজ (IIT-M) প্রস্রাবের পুনর্ব্যবহারের জন্য প্রকল্প জলচক্র চালু করে।
18. শটপাটে 15.85 মিটার ছুঁড়ে নতুন রাজ্য রেকর্ড করলেন আভা খাটুয়া।
19. FAME স্কিমটি বৃদ্ধি নিশ্চিত করতে বৈদ্যুতিক এবং সংকর যানবাহন প্রযুক্তি প্রচার করছে
20. 11th August জাপানে পালন করা হল 'Mountain Day'.
21. পাকিস্তানের পরে ভারতও দিল্লি-আট্টারি চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বাতিল করল। গত ৮ অগস্ট ট্রেনটি বাতিল ঘোষণা করেছিল পাকিস্তান। রবিবার উত্তর রেলওয়ের তরফে ভারতের অংশের সমঝোতা এক্সপ্রেস বাতিলের ঘোষণা করা হয়েছে।
22. একদিনে 20569 জন দর্শনার্থী ভ্রমন করায় Asia Book of Records-এ নাম তুললো পাঞ্জাবের Virasat-e-Khalsa মিউজিয়াম।
23. Archery Association of India-কে সাসপেন্ড করলো World Archery.
24. সেলফি ভিডিওর মাধ্যমে মানুষের রক্তচাপ পরিমাপ করার জন্য Transdermal Optical Imaging (TOI) প্রযুক্তি আবিষ্কার করলো চীন এবং কানাডার গবেষকরা।
25. দেশের প্রথম রাজ্য হিসাবে Biofuel Policy প্রয়োগ বা বাস্তবায়ন করলো রাজস্থান।
26. অন্ধ্রপ্রদেশ সরকার নভােদয়াম প্রকল্প চালু করবে।