-->

পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর - Some Question on Environmental Education



পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর, Environmental, Education, exam, knowledge

পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর



পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর :


১) দাচিগাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উঃ জম্মু ও কাশ্মীর।

২) তামিলনাড়ুর কোথায় ম্যানগ্রোভ অরন্য দেখা যায়?
উঃ পিচাভরম।

৩) জিন প্রতিস্থাপিত ফসলে বি.টি জিন প্রতিস্থাপন করা হয়। এই বি.টি কথার অর্থ কি?
উঃ ব্যাসিলাস থুরিনজিয়েনসিস।

৪) গিনি উপকূলের শুষ্ক ও বালুকাপূর্ণ যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে?
উঃ হারমাট্টান।

৫) হজকিনসে রোগ সারাতে ব্যাবহৃত হয় কোন ভেষজ উদ্ভিদ?
উঃ রোজ পেরিউইঙ্কল।

৬) কোন পর্বের প্রানীদের সংখ্যা সবচেয়ে বেশি?
উঃ আর্থোপোডা।

৭) বিশ্ব আবহাওয়া দিবস কত তারিখ উদযাপিত হয়?
উঃ ২৩ মার্চ।

৮) বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি পালনকে কি বলা হয়?
উঃ এপিকালচার।

৯) বিশ্ব প্রানীবিকাশ দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি?
উঃ ৪ঠা অক্টোবর।

১০) ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ সৌরবিদ্যুৎ।

১১) কি থেকে ব্রানওয়েল পাওয়া যায়?
উঃ ধান।

১২) মেরু অঞ্চলে বরফরূপে সঞ্চিত পৃথিবীর মোট জলের কত শতাংশ?
উঃ ২%

১৩) 'সিসটোসোমিয়াসিস' রোগ ছড়ায় কোন প্রাণী?
উঃ শামুক।

১৪) নাইট্রোজেন সার থেকে মানবদেহে কোন রোগের সংক্রমণ ঘটে?
উঃ মিথিমোগ্লোবিমেনিয়া।

১৫) ক্লোরোফ্লুরো কার্বনের বাণিজ্যিক নাম কি?
উঃ ফ্রেয়ন।

১৬) কার্বনযুক্ত জ্বালানীর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
উঃ কার্বন মনোক্সাইড।

১৭) সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে কোন যৌগ?
উঃ পার অ্যাসিটাইল নাইট্রেট।

১৮) পানীয় জলে অার্সেনিকের সর্বোচ্চ মাত্রা কত থাকলে তা ক্ষতিকর নয়?
উঃ ০.০১ পি পি এম।

১৯) সুন্দরবনে কত ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ আছে?
উঃ ৬৪ প্রজাতির।

২০) কোন বছর ফুকুশিমা দুর্ঘটনা ঘটেছিল?
উঃ ২০১১ সালে।
SeeCloseComment