-->

বাংলা ভাষা তথা সাহিত্যের প্রথম

বাংলা ভাষা তথা সাহিত্যের প্রথম


বাংলা ভাষা তথা সাহিত্যের প্রথম :

১/ বাংলা সাহিত্যের প্রথম নাটক :
»»»তারাপদ শিকদারের 'ভদ্রার্জুন'

২/ বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক :
»»»রামনারায়ণ তর্করত্নের 'কুলীনকুল সর্বস্ব'

৩/ বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার :
»»»মাইকেল মধুসূদন দত্ত

৪/ বাংলা ভাষায় প্রথম আধুনিক নাটক :
»»»মাইকেল মধুসূদন দত্তের 'শর্মিষ্ঠা'

৫/ বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক কমেডি :
»»»মাইকেল মধুসূদন দত্তের 'পদ্মাবতী'

৬/ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি :
»»»যোগীন্দ্রনাথ গুপ্তের 'কীর্তিবিলাস'

৭/ বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ট্রাজেডি :
»»»মাইকেল মধুসূদন দত্তের 'কৃষ্ণকুমারী'

৮/বাংলা সাহিত্যের প্রথম প্রহসনধর্মী নাটক : মাইকেল »»»মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা'

৯/ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য :
»»»মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাথবধ' কাব্য

১০/ বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা :
»»»মাইকেল মধুসূদন দত্ত

১১/ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার :
»»»মীর মশাররাফ হোসেন

১২/ বাংলা সাহিত্যের প্রথম উপান্যাস(অবাঙালী কতৃক রচিত) :
»»»হ্যানা কেথেরিন ম্যালেন্সের "ফুলমনি ও করুনার বিবরন "

১৩/ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস(বাঙালী কতৃক রচিত) :
»»»প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল'

১৩/ বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক উপন্যাস :
»»»বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'

১৪/ বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস :
»»»ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 'কল্পতরু'

১৫/ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক :
»»»স্বর্ণকুমারী দেবী

১৬/ বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি :
»»»বিহারীলাল চক্রবর্তী

১৭/ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি:
»»»মাহমুদা খাতুন সিদ্দিকা

১৮/ বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প :
»»»পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়েরর ' মধুমতী'

১৯/ প্রথম বাংলা ব্যকরণ:
»»»পর্তুগীজ ধর্মযাজক মানোএল দ্য আসসুম্পসাঁউ

(Manoel da Assumpcam) বাংলা ভাষার প্রথম

ব্যাকরণ রচনা করেন। ১৭৪৩ খ্রিস্টাব্দে তাঁর লেখা

Vocabolario em idioma Bengalla, e Portuguez

dividido em duas partes প্রথম বাংলা ব্যাকরণ।

২০/ বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্যিক :
»»»রামরাম বসু

২১/ বাংলা ভাষার প্রথম পত্রিকা :
»»»'দিগদর্শন'

২২/ বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ :
»»»'বেদান্ত'

২৩/ বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিতগ্রন্থ :
»»»উইলিয়াম কেরির 'কথোপকথন'

২৪/ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ :
»»»'পদ্মিনী উপাখ্যান'

২৫/ বাংলা সাহিত্যের প্রথম যতি/বিরাম চিহ্নের ব্যবহারকারী :
»»»ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৬/ বাংলা সাহিত্যের প্রথম সনেট :
»»»'চতুর্দশপদী কবিতাবলী'

২৭/বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য:
»»»'স্বপ্নদর্শন'
SeeCloseComment