বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
বিজ্ঞান এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
® একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কতবার শ্বাস প্রশ্বাস নেয়?
উত্তর : ২৩,০৪০ বার।
.
® একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত
লিটার রক্ত পাম্প করে?
উত্তর : ৬,০০০-৭,৫০০ লিটার।
.
® মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?
উত্তর : ১-১.৫ মিনিট।
.
® একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত
বার স্পন্দিত হয়?
উত্তর : ১,৩০,৬৮০ বার।
.
® মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ
কোনো না কোনো কাজ করে?
উত্তর : ৭০ লক্ষ।
.
® মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?
উত্তর : ০.০১৭১৪ ইঞ্চি।
.
® সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?
উত্তর : ১ সেন্টিমিটার।
.
® মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?
উত্তর : ৭০% পানি ও ১৮% কার্বন।
.
® একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ
রয়েছে?
উত্তর : ১ কোটি।
.
® মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?
উত্তর : প্রায় ১০,০০০।
.
® একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের
ওজনের কত ভাগ?
উত্তর : ১৩ ভাগের এক ভাগ।
.
® দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু
জমির প্রয়োজন?
উত্তর : দেড় একর জমি।
.
® মানুষ চোখ খুলে কী করতে পারে না?
উত্তর : হাঁচি দিতে পারে না।
.
® মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী
পেশী কোনটি?
উত্তর : জিহ্বা।
.
® মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?
উত্তর : পাঁজর।
.
® মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?
উত্তর : কানের হাড়।
.
® আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?
উত্তর : ৩০০ হাড়।
.
® প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি
হাড় থাকে?
উত্তর : ২০৬টি।
.
® আমাদের চোখের একটি পাপড়ি কত দিন
বেঁচে থাকে?
উত্তর : ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে
যায়।
.
® আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড়
দিয়ে তৈরি?
উত্তর : ২৬ ধরনের।