-->

শিশু মনস্তত্ব এর উপর প্রশ্ন ও উত্তর

শিশু মনস্তত্ব এর উপর প্রশ্ন ও উত্তর


শিশু মনস্তত্ব :

১) শিশু মনস্তত্ত্ব পড়লেই কি শিশুকে জানা যায় আপনার কি মত ?

উত্তর – সব টা জানা হয়তো যায়না। কিছুটা জানতে পারি।

২) অপচয় ও অনুন্নয় কি ?

উত্তর – শিক্ষার্থীরা তার পড়াশুনো শেষ না মাঝখানে পড়াশুনো ছেড়ে দেয় এটা অপচয়।

ও একজন শিক্ষার্থী একই ক্লাসে বার বার ফেল করে কিছু শিখতে পারে না এটা অনুন্নয়ন।

৩) শিশুদের শাস্তি কি উচিৎ ? মত কি

উত্তর শারীরীক শাস্তি অনুচিত তবে একজন শিক্ষার্থী বার বার শিখিয়ে দেওয়া সত্বেও অনুচিত ব্যবহার করলে তাকে বকার অধিকার শিক্ষকের আছে অর্থাৎ মানসিক শাস্তির অধিকার।

৪) স্কিমা কী ?

উত্তর – স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন।

৫) psychology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত ?

উত্তর – psycho & logos

৬) কোনও শিক্ষার্থী দেরী করে এলে কী করবেন ?

উত্তর – দেরী করার কারণ জানতে চাইব।

৭) CCE পুরো কথাটি কি ?

CRT=criterion referenced test

NRT=norm referenced test

continuous and comprehensive evaluation

৮) গেস্টাল্ট কথার অর্থ কি ?

উত্তর – অবয়ব(oboyob)

৯) ৩ r কি ?

উত্তর- Reduce, Reuse and Recycle

১০) CCE er full from ki ?

উত্তর – Continuous comprehensive evaluation

১১) বাছাই উপাদান তত্ত্ব কার ?

উত্তর – Thompson

১২) একক উপাদান তত্ত্ব কি ?

Stern -.

১৩) “দ্বি ” উপাদান তত্ত্ব কি ?

উত্তর- Spearman

১৪) বহু উপাদাব তত্ত্ব কার ?

উত্তর- থ্রণডাইক

১৫) ব্যাকরণ শিক্ষাদানে কোন পদ্ধতি শ্রেষ্ঠ ?

উত্তর- আরোহী পদ্ধতি

১৬) বুদ্ধির উপাদান তত্ত্বের জনক কে ?

উত্তর- স্পীয়ারম্যান

১৭) সমাজবাদের জনক কে ?

উত্তর- অগস্ট কমেট

১৮) আধুনিক মনোবিজ্ঞান এর জনক কে ?

উত্তর- ফ্র‍্য়েড

১৯) মূল্যায়নে স্কোরিং /গ্রেডিং কোনটি শ্রেষ্ঠ ?

উত্তর – গ্রেডিং

২০) স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনের নাম কি ?

উত্তর- রাধাকৃষ্ণান কমিশন ১৯৪৮

২১) একটি শিশু শ্রেণিকক্ষে প্রতিদিন দুষ্টুমি করে, কি করা উচিত ??

উত্তর- দুষ্টুমির কারন জানতে হবে ….এবং তার সমাধান করতে হবে

২২) Scaffolding (ভারাবন্ধন) কি ? এই মতবাদ কার ?

উত্তর- scaffolding বা ভারাবন্ধন হল ছাত্রদের শিখনে সহায়তা করা এবং সমস্যা সমাধানে সাহায্য করা। যেমন সংকেত দান,প্রশ্ন করা, সমস্যাকে ছোটো ছোটো অংশে ভাগ করে উপস্থাপন করা ইত্যাদি।

২৩) বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে ?

উত্তর-গান্ধিজী

২৪) শিখনের দ্বি-উপাদান তত্ত্বটি কার ??

উত্তর-স্পিয়ারম্যান

২৫) বাবলিং বোলতে কি বোঝেন ?

উত্তর- 6 মাসের পর শিশুরা মুখে যে আওয়াজ করে

পার্ট – ২

২৬) শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কি ?

উত্তর- ছাত্র ছাত্রীদের সঙ্গে পরিচয় করা।স্কুলের পরিবেশ সম্পর্কে বুঝে ওঠা।

২৭) প্রচেষ্টা ও ভুল কার তত্ত্ব প্রবর্তক ?

উত্তর- থর্নডাইকক

২৮) NCTE – (full form)

National council for teacher education

National council for teacher education

২৯) কাসা-দাই-বামবিনী কথার অর্থ কী ?

উত্তর- শিশুদের উপযোগী গৃহ

৩০) ডিসলেক্সিয়া কি ?

উত্তর- পঠন অক্ষমতা

৩১) শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে ?

উত্তর ঃ রুশো

৩২) TLM -এর পুরো নাম কি ?

উত্তর- teaching learning materials

৩৩) বর্তমান ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম কি ?

উত্তর- প্রকাশ জাবেদকর

৩৪) শ্রীনিকেতন ব্যবস্থা কোথায় রয়ছে ?

উত্তর- শান্তিনিকেতনে

৩৫) অ্যাবাকাস কি? এটি কাদের শিক্ষায় ব্যবহৃত হয় ?

উত্তর- অবশ্যই অ্যাবাকাস গাণিতিক যন্ত্র। এটি দৃষ্টিহীনদের শিক্ষার জন্যও ব্যবহৃত হয়।

৩৬) কোনও শিক্ষার্থী বেশি নম্বর পাওয়ার কারণে তার কোনও বন্ধু নেই।এক্ষেত্রে শিক্ষার্থী একাকীত্ব বোধ করলে তাকে কীভাবে শেখাবেন ?

উত্তর- তাকে যেচে অন্য দের সাথে কথা বলতে আগ্রহী করতে হবে।

৩৭) এক কথায় শিক্ষা কি ?

উত্তর- অভিঞ্জতা লব্ধ ঞ্জান হলো শিক্ষা।

৩৮) স্কুলছুট শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কি শিক্ষকের – আপনার মতামত দেন ?

উত্তর- শিক্ষকের উচিত শিক্ষার্থীদের শিক্ষার আলোয় নিয়ে আসা,, এই ব্যাপারে শিক্ষার্থী এবং তাদের পিতা – মাতাদের অনুপ্রাণিত করা শিক্ষকেরই কর্তব্য |

৩৯) ব্রেইল পদ্ধতিতে কটি বিন্দু দিয়ে লেখা হয়?

উত্তর- ৬ টি

৪০) শিক্ষার উপাদান কি?

উত্তর- শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়,

৪১) ব্যাকরণ পাঠ দানে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ?

উত্তর- আরোহী

৪২) cognitive theories of learning er প্রথম প্রবর্তক কে ??

উত্তর- গেজলার

৪৩) শিক্ষায়’অর্ন্তদৃষ্টি তত্ত্বটি’ প্রচার করেছিলেন ?

উত্তর- গেস্টাল্ট মতবাদ… কোহলার, কফকা,

৪৪) বুদ্ধি বাছাই তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর- থমসন

৪৫) শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কী ?

উত্তর- সঠিক মূল্যায়ন এর জন্য

৪৬) স্কুলের অবসর সময় কি ভাবে কাটাবেন ?

উত্তর- বই পড়ে, শিক্ষার্থী দের উন্নতির কথা ভেবে

৪৭) “Classroom meeting Model” এর প্রবক্তা কে ?

উত্তর- গ্লেসার

৪৮) সৃজনশীলতা (Creativity) এর সঙ্গে কোন চিন্তন সম্পর্কিত

১. অভিসারী চিন্তন (Convergent thinking)

অপসারী চিন্তন (Divergent thinking)
উত্তর : ২

৪৯) সক্রিয় অনুবর্তন বাদের জনক কে ?

উত্তর- স্কিনার

৫০) বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজন আছে কী ? মতামত দিন.

ঞ্জানের চাহিদা .অবসর সময়যাপন.চারিত্রক বিকাশে.স-শিক্ষনের অভ্যাস গঠনে গ্রন্থাগারের প্রয়োজন।

পার্ট – ৩

৫১) শিক্ষার্থী ভুল উত্তর দিলে কী করবেন ?

উত্তর- উত্তর টা কেন ভুল তা বুঝিয়ে দেব এবং সঠিক উত্তর টা বলে দেবো।

৫২) ওয়েনারের এট্রিবিউশন থিয়োরির কয়টি স্তর ?

উত্তর- চারটি

৫৩) বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্রসংস্কার **–কার মতে ??!

উত্তর- ডিউই

৫৪) বর্তমানে মুলয়ান কয় মুখী প্রক্রিয়া ?

উত্তরঃ ত্রিমুখী প্রক্রিয়া।

৫৫) NCPCR এর সম্পূর্ণ কথাটি কি –

উত্তরঃ National commission for protection of child rights

৫৬) Who is the father of genetic epistemology ?

উত্তরঃ Piaget

৫৭) গেস্টাল কথার অর্থ কি?এই তত্বের তিনজন মনবিজ্ঞানীর নাম কি ?

উত্তরঃ অবয়ব বা কাঠামো

কাফকা, কোহলার, ওয়ারদিমার

৫৮) operation black board এর প্রয়োজনীয়তা কী ?

উত্তরঃ যে কোন বিষয় শোনার সাথে সাথে দেখলে আমাদের আরও মনে থাকে

একজন আদর্শ শিক্ষক কেমন হবেন বলে আপনি মনে করেন দু-তিনটি শব্দে বলুন।

বিষয়ে দক্ষ,স্পষ্ট বক্তা,, সুন্দর হাতের লেখার অধিকারী, বন্ধুত্ব পূর্ন আচরনের অধিকারী হবেন |

৫৯) ভাবের কবি কে ?

উত্তরঃ রবীন্দ্রনাথ

৬০) SSA এর পুরো নাম কি ?

উত্তরঃ সর্ব শিক্ষা কমিশন

৬১) ওয়েনারের এট্রিবিউশন থিয়োরির কয়টি স্তর ?

উত্তরঃ চারটি

৬২) Project method এর উদ্ভব কে করেন?

উত্তরঃ কিলপ্যাটিক

৬৩) একজন আদর্শ শিক্ষক কেমন হবেন বলে আপনি মনে করেন দু-তিনটি শব্দে বলুন।

উত্তরঃ বিষয়ে দক্ষ,স্পষ্ট বক্তা,, সুন্দর হাতের লেখার অধিকারী, বন্ধুত্ব পূর্ন আচরনের অধিকারী হবেন

৬৪) একজন শিশুর প্রথম শিক্ষক কে ?

উত্তরঃ মা

৬৫) RTE &RTI এর full form কী ?

উত্তরঃ Right to education and Right to information

৬৬) মুদামিয়া কমিশন কত সালে গঠিত হয় ?

উত্তরঃ ১৯৫২- ৫৩

৬৭) কিন্ডার গার্ডেন এর উদ্ভাবক কে ?

উত্তরঃ ফ্রয়বেল

৬৮) শ্রেণী কক্ষে চার্ট মডেল তথা শিক্ষার উপকরণের কী গুরুত আছে, কেন ?

উত্তরঃ আছে। তা দিয়ে শিক্ষার্থীরা আগ্রহী হয় । অন্যমনস্কতা কেটে যায় । বিষয়টি বুঝতে তাদের আরও সুবিধা হয়।

৬৯) NCF কবে গঠিত হয় ?

উত্তরঃ ২০০৫

৭০) একজন সৃজন শীল ছাত্র কে আপনি কি ভাবে চিনবেন ?

উত্তরঃ হাতে কলমের কাজ দেখে,, কথা বলার ধরন দেখে,, গল্প বানানোর কৌশল দেখে,, কবিতা আবৃত্তি দেখে |

৭১) ‘এমিল’ গ্রন্থ টি কার লেখা?

উত্তরঃ রুশো

৭২) রেসপন্স দেখ আনন্দিত হলাম ,প্রশ্ন হল SR পদ্ধতির আবিষ্কর্তা কে ??

উত্তরঃ স্কিনার

৭৩) দু -জন প্রকৃতি বাদি শিক্ষা বিদের নাম করুন? তাদের লেখা একটি বইয়ের নাম কী ?

উত্তরঃ রুশো আর রবীন্দ্রনাথ

৭৪) ‘অপারেশন ব্ল্যাক বোর্ড’ কী???

উত্তরঃ ভারত সরকারের বা রজ্য সরকারের আর্থিক সহযোগিতায় সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গতি ত্বরান্বিত করতে ন্যূনতম আসবাবপত্র ও শিক্ষার উপকরণ দেওয়ার কর্মসূচিকে ‘অপারেসন ব্ল্যাকবোর্ড ‘বলা হয়।

৭৫) নঈ তালিম শিক্ষার অপর নাম কি ?

উত্তরঃ বুনিয়াদী শিক্ষা

পার্ট – ৪

৭৬) শিক্ষণের তিনটি স্তর কি ?

উত্তরঃ Preactive,interactive,postactive

৭৭) ZPD ki?

উত্তরঃ Zone of proximal development

৭৮) education is the manifestation of perfection alrready is man’..বক্তা কে ?

উত্তরঃ স্বামী বিবেকানন্দ

৭৯) WBCHSE কবে প্রতিষ্টিত হয় ??

উত্তরঃ 1975

৮০) ব্রেইল লেখা হয় কত গুলো বিন্দু দিয়ে ? ?

উত্তরঃ ৬

৮১) গ্রেডেশন পদ্ধতি ভাল না খারাপ বলে মনে করেন ?

উত্তরঃ ভালো

৮২) কোঠারি কমিশন কবে গঠিত হয় ?

উত্তরঃ ১৯৬৪ —৬৬

৮৩) dislexia ki ?

উত্তরঃ পঠন অক্ষ্মতা

৮৪) IQ janar formula ki ?

উত্তরঃ MA/CA×100

৮৫) মনোসামাজিক বিকাশের প্রবক্তা কে?

উত্তরঃ এরিখসন

৮৬) animal intelligence –গ্রন্থের লেখক কে?

উত্তরঃ থ্রনডাইক

৮৭) I.Q এর full form ?

উত্তরঃ Intelligent quotient

৮৮) দুটি সহপাঠক্রমিক কার্যের উদাহরন দিন ?

খেলাধুলা, সংকৃতিক অনুষঠান

৮৯) ঝড়ঝাঙ্গার কাল বলতে কি বোঝো ?

উওরঃ কৈশোরকাল কে বোঝায়।

৯০) ‘ Life is by product of activities and education is born out of these activities’বক্তা কে ?

Ans: John Adams

৯১) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এর নাম কি ??

উওরঃ রাধাকৃষ্ণন কমিশন।

৯২) ‘mental higiene’ কার লেখা?

উওরঃ crow & crow

৯৩) STM ও LTM কী?

উওরঃ STM-Short term memory

LTM- Long term memory

কে বোঝায় ।

৯৪) ‘Trial and error ‘ কার ?

উওরঃ থ্রনডাইক
SeeCloseComment