-->

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


#সাধারণ_বিজ্ঞান#Important #exam #knowledge #wbcs #ssc #Rail #gk

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :

১. মস্তিষ্কের স্থিতিস্থাপকতাকে বলে –
প্লাস্টিসিটি।

২. জিহ্বার অগ্রভাগ কোন ধরণের স্বাদ গ্রহণ
করে- মিষ্টি।

৩. চোখের কত অংশ বাইরে উন্মচিত – ৬
ভাগের ১ অংশ।

৪. জিহ্বার পার্শ্বদেশ কোন ধরণের স্বাদ
গ্রহণ করে- টক।

৫. চোখের রেটিয়ানায় কোন ধরণের
প্রতিবিম্ব সৃষ্টি হয় – উল্টো।

৬. কোনো বস্তুকে একই সাথে দুই চোখের
সাহায্যে এককভাবে দেখাকে বলে
– দ্বি-নেত্র দৃষ্টি/বাইনোকুলার ভিশন।

৭. চক্ষু দৃষ্টি সঞ্চার করে – আলকের মাধ্যমে।

৮. মানুষের মুখগহ্বরে লালাগ্রন্থি – ৩ জোড়া।

৯. দাড়িগোঁফ গজায় যে হরমোনের কারনে –
টেস্টোস্টেরন হরমোন।

১০. শিতকালে চামড়া ফাটার কারন- বাতাসের
আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে।

১১. জীবনরক্ষাকারী হরমোন –
অ্যালডোস্টেরন।

১২. শ্বাশ-প্রশ্বাস কতক্ষন বন্ধ থাকলে মানুষের
মৃত্যু হয়- ৩.৫ মিনিট।

১৩. রক্ত সঞ্চালন কতক্ষণ বন্ধ থাকলে মানুষের
মৃত্যু হয় – ৫ মিনিট।

১৪. দেহকোষে কোন ধরণের কোষ বিভাজন
দেখা দেয় – মাইটোসিস।

১৫. স্মৃতি সংরক্ষণ করে মস্তিষ্কের যে অংশ –
হিপেক্যাম্পাস।

১৬. মানব্দেহে মোট কোষের সংখ্যা – ১০।

১৭. ব্ল্যাড ক্যান্সার হয় – রক্তে শ্বেত কণিকা
বেড়ে গেলে।

১৮. ইনসুলিনের কাজ হল – রক্তে গ্লুকোজের
মাত্রা নিয়ন্ত্রণ করা।

১৯. রক্তে লোহিত ও শ্বেত কনিকার অনুপাত –
৫০০:১।

২০. মানব দেহের সবচেয়ে দৃঢ় ও দীর্ঘ অস্থি –
উরু অস্থি।

২১. শিরা কণ ধরপের রক্ত বহন করে - CO2.

২২. পনির – আমিষ জাতীয় খাদ্য ।

২৩. শিশুদের রিকেটস হয় – ভিটামিন D এর
অভাবে।

২৪. ভিটামিন K কিসে দ্রাব্য? – চর্বিদ্রাব্যে।

২৫. মানুষের দৈহিক ওজনে পানির পরিমাণ-
৫৫-৬৫%।

২৬. মানুষ প্রইয়োজনীয় পানির যে অংশ
সরাসরি গ্রহণ করে- দুই তৃতীয়াংশ।

২৭. প্রতিদিন মানব্দেহে থকে পানি নিঃসৃত
হয়- ২.৬ লিটার।

২৮. কোন খাদ্যে সব ধরণের খাদ্য উপাদান
বিদ্যমান – দুধে।

২৯. রক্তের PH – ৭.২-৭.৪.

৩০. হিমোগ্লোবিন বিহীন রক্ত কোষ – শ্বেত
কণিকা।

৩১. মানব্দেহের ছাঁকন যন্ত্র – বৃক্ক/কিডনি।

৩২. মানুষের মুতের PH – ৪.৭– ৮।

৩৩. রক্ত শূন্য হলে চুপসে যায় – শিরা।

৩৪. মানুষের দেহে কিডনি আছে – ২টি।

৩৫. শ্বসন্তন্ত্রের প্রধান অঙ্গ – ফুসফুস।

৩৬. মানব দেহে পানির পরিমাণ -৬০-৭০%।

৩৭. মানুষের লালারসে যে এনজাইম থাকে-
আমাইলেজ।

৩৮.মেরুরজ্জুর স্নায়ু সংখ্যা – ৩১ জোড়া।

৩৯. মানুষের মস্তিষ্ক ভাগ করা হয় – ৩ ভাগে।
(প্রোজেন্সেফালন/মেজেনসেফালন/
রম্বেনসেফালন)।

৪০. স্মৃতি,ব্যক্তিত্ব,ধীশক্তি ইত্যাদি গুনাবলীর
কেন্দ্রস্থল হল – সেরিব্রাল কটেক্স।

৪১. শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ ইত্যাদি অনুভূতি
বঢ থাকে – থ্যালামাসে।

৪২. হৃৎপিণ্ডের সাথে আবেগ স্পন্দিত করে
মস্তিষ্কের যে অংশ – এমিগডলো।

৪৩. হরমোন, রক্তচাপ, ও শড়িরের তাপ নিয়ন্ত্রণ
করে মস্তিষ্কের যে অংশ – হাইপ্তহ্যালামাস।

৪৪. একটি পরিণত শুক্রাণুর কয়টি অংশ – ৩ টি।

৪৫. পরিপাক শুক্রাণু ও ডিম্বানু নিউক্লিয়াসের
একীভবন হল – নিষেক।

৪৬. শিসুর জন্মকালীন ওজন – ৩.১৭-৩.৬২ কেজি ।

৪৭. মানব দেহের মস্তিষ্কের সক্রিয় অংশ –
১০%।

৪৮. স্মৃতি কয় ধরণের – ৩ ধরণের। (ক্ষনিক/
স্বল্পস্থায়ী/দীর্ঘস্থায়ী)

৪৯. মানব্দেহে PH এর মাত্রা বজায় রাখার
সিস্টেম হল – বাপার সিস্টেম।

৫০. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসেবে
কাজ করে – হরমোন।
SeeCloseComment