#current_affairs #exam #gk
Current affairs :
1.বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপ 2018 কোথায় শুরু হলো?- হাঙ্গেরির বুদাপেস্টে
2. ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্যা ইয়ার 2018 কে জিতলেন?- মার্সেল বোন অষ্টন
3. সম্প্রতি গ্লোবাল পার্টনার্স ফোরাম 2018 এর চতুর্থ সংস্করণ কোথায় হবে?- ভারত
4. ওয়ার্ল্ড স্টিল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কে নিযুক্ত হলেন?- সজ্জন জিন্দাল
5. কার্নিট পুরস্কার 2018 কে পেলেন?- পীযুষ গোয়েল
6. US প্রেসিডেন্সিয়াল মেডেল 2018 জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত?- মিনাল প্যাটেল ডেভিস
7. ভারতের সবচেয়ে উঁচু পতাকা কোথায় ওড়ানো হলো?- মুম্বাই
8. সম্প্রতি কাতি বিহু উৎসব কোথায় পালিত হলো?- আসাম
9. সম্প্রতি কোন দেশ তিনটি কৃত্তিম উপগ্রহ ছাড়ার কথা ঘোষণা করল?- চীন
10. NDMA এর ষষ্ঠ বৈঠক কোথায় আয়োজিত হলো?- নিউ দিল্লি
11. ধর্ম গার্ডিয়ান 2018 সেনা মহড়া কোথায় শুরু হলো?- মিজোরাম
12. বন্যজীব ফটো পুরস্কার যুব ক্ষেত্রে কে জিতলেন?- অর্ষদ্বীপ সিং
13. সম্প্রতি ভারতের সবচেয়ে বিকশিত গ্রাম কাকে ঘোষিত করা হলো?- কুলিগদ
14. সম্প্রতি লোৱা জে রিচার্ডসন কোন দেশের প্রথম মহিলা সেনাপ্রধান নিযুক্ত হলেন?- আমেরিকা
15. সম্প্রতি অরুন্ধতী ভট্টাচার্য কোন কোম্পানির নির্দেশক নিযুক্ত হলেন?- RIL
16. সম্প্রতি DATA BREACH মামলায় ভারত কোন স্থানে রয়েছে?- দ্বিতীয়
17. সম্প্রতি ব্রেক ইনটু ইন্ডিয়া স্ট্রাটেজি কোন দেশ গঠন করলো?- শ্রীলঙ্কা
18. সম্প্রতি আয়ুশ নিবেশের ওপর ভারতের প্রথম রাষ্ট্রীয় শীর্ষ সম্মেলন কোথায় শুরু হলো?- নিউ দিল্লি
19. সম্প্রতি ভারতের প্রথম সুড়ঙ্গ রেলওয়ে স্টেশন কোথায় বানানো হলো?- হিমাচল প্রদেশ
20. হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি?- সিমলা
21. ভারতের প্রথম ক্রিপ্টোকারেন্সি ATM কোথায় খোলা হলো?- বেঙ্গালুরু
22. সম্প্রতি কাকে GI ট্যাগ প্রদান করা হলো?- মুজাফফরপুরের লিচু
23. মহারানা প্রতাপ দ্যা ইনভিজিবল বারিয়র পুস্তকটি কার লেখা?- রীমা হুজা
24. সম্প্রতি RIL কোন কোম্পানির সাথে চুক্তি করলো?- হাতওয়ে ও ডেন
25. যুব অলিম্পিকে আকাশ মালিক কোন পদক পেলেন?- রুপো
26. স্বাস্থ্য ভারত যাত্রা অভিযান কে শুরু করলো?- কেন্দ্রীয় সরকার
27. হৃদয়নাথ পুরস্কার কে পেলেন?- খৈয়াম
28. অন্তরাষ্ট্রীয় অলিম্পিক সমিতি পুরস্কার কে জিতলেন?- সুহেল টন্ডন
29. সম্প্রতি মারা গেলেন এন ডি তিওয়ারি। তিনি কোন প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন?- উত্তরপ্রদেশ
30. সম্প্রতি ভারত কোন দেশের সাথে এন্ড ইন এন্ড অভ্যাস শুরু করলো?- চীন
31. বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হলো?- 16 অক্টোবর
32. এশিয়া প্যারা খেলায় ভারত কোন স্থানে রয়েছে?- তৃতীয়
33. সম্প্রতি মারা গেলেন পল এলান তিনি কোন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ছিলেন?- মাইক্রোসফট
34. 2018 ভারতের সামাজিক উদ্যোমী রূপে কে সম্মানিত হলেন?- প্রেমা গোপালন
35. বিল্ডিং এ লেগেসি কার জীবনী?- অনুমালু রামকৃষ্ণ
36. কোন শহরের নাম পরিবর্তিত হয়ে প্রয়াগরাজ হলো?- এলাহাবাদ
37. সম্প্রতি প্রধানমন্ত্রীদের সংগ্রহশালা এর আধারশিলা কোথায় রাখা হলো?- নিউ দিল্লি
38. AMFI এর অধ্যক্ষ কে নিযুক্ত হলেন?- নির্মলা শাহ
39. অন্তরাষ্ট্রীয় রেশম মেলা এর উদঘাটন কে করলেন?- স্মৃতি ইরানি
40. ব্রিফ ফাইনাল বুক টু দ্যা বিগ কোশ্চেনস কার লেখা?- স্টিফেন হকিন্স
41. International Day for the Eradication of Poverty কবে?- 17 অক্টোবর
42. সম্প্রতি আর্থিক টেকনিক এবং বৈশ্বিক সহযোগের ওপর ভারত কোন দেশের সাথে সমঝোতা করলো?- তানজানিয়া
43. UAE ভারত উচ্চস্তরের সংযুক্ত কার্যবলের ষষ্ঠ বৈঠক কোথায় আয়োজিত হলো?- মুম্বাই
44. সম্প্রতি বিশ্ব কোকরি পুস্তক পুরস্কার কে পেলেন?- এইচ এম পার্নার
45. 2018 মেন বুকার পুরস্কার কে জিতলেন?- এননা ওয়ার্নস
46. ব্যাংক বাজার কাকে সলাকার রূপে নিযুক্ত করলেন?- এস এস মুন্দ্রা
47. সম্প্রতি কেনাবেস কে বন্ধ করা পৃথিবীর দ্বিতীয় দেশ কোনটি?- কানাডা
48. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ইস্তফা দিলেন?- এম জে আকবর
49. সম্প্রতি স্বয়ংসেবক দের জন্য কোন অ্যাপ লঞ্চ করলো?- Self4society
50. WEF এর সূচিতে ভারত কোন দেশ রয়েছে?- 58
51. গ্রামীণ মহিলা দিবস কবে পালিত হয়?- 15 অক্টোবর
52. ষষ্ঠম অন্তর সত্রিয় মন্ত্রিস্তরীয় বৈঠক কোথায় আয়োজিত হলো?- সিঙ্গাপুর
53. সম্প্রতি স্যান্ট দোমিংগো ট্রফি খেতাব কে জিতলেন?- লিয়েন্ডার পেজ
54. সম্প্রতি ভারত ও চীন কোন দেশের ওপেন রাজনীতি প্রশিক্ষিত করতে সংযুক্ত কার্যক্রম শুরু করলো?- আফগানিস্তান
55. সম্প্রতি কোথায় বায়ু দূষণ মোকাবিলা করতে GRAP লাগু হলো?- দিল্লি
56. রাষ্ট্রীয় মহিলা কিষান দিবস কবে পালিত হলো?- 15 অক্টোবর
57. সম্প্রতি সেপ্টেম্বর মাসের WPA মুদ্রাস্ফীতি বেড়ে কত হলো?- 5.13%
58. CSIR এর মহানির্দেশক কে নিযুক্ত হলেন?- শেখর মান্ডে
59. ষষ্ঠ অন্তরাষ্ট্রীয় রেশম মেলা কোথায় আয়োজিত হলো?- নিউ দিল্লি
60. সম্প্রতি বৈকল্পিক নোবেল পুরস্কার কে জিতলেন?- মেরিসে কন্ডে
61. সম্প্রতি এশিয়ান প্যারা গেমস এ সর্বশেষ দিনে ভারত নোটি স্বর্ণপদক জিতলো?-2 টি
62. সম্প্রতি সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতায় ভারতকে ফাইনালে কোন দেশ হারালো?-গ্রেট ব্রিটেন
63. সম্প্রতি কে আদালতে হিন্দি ও আঞ্চলিক ভাষাতে কার্য পরিচালনা করার আবেদন জানালেন?-এস ভেঙ্কাইয়া নাইডু
64. সম্প্রতি কোন রাজ্য সংযুক্ত রাষ্ট্র সংঘের তরফ থেকে কৃষির জন্য স্বর্ণপদক জিতলো?-সিকিম
65. সম্প্রতি হায়দরাবাদ টেস্ট ম্যাচ এ ভারত বেস্ট ইন্ডিজের বিপক্ষে কত ব্যবধান এ জিতলো?-10 উইকেট এ
66. সম্প্রতি কতগুলো রাজ্যকে পরিবেশ ও জলবায়ু দপ্তর পরিবেশ সর্বেক্ষন আয়োজন করার নির্দেশ দিলো?24 টি
67. সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে কোন কোম্পানির সাথে মিলে পাওয়ার ব্যাট লঞ্চ করলো?-মাইক্রোসফট
68. সম্প্রতি গ্রিনপিস এর রিপোর্ট অনুযায়ী কোকাকোলার পর কোন কোম্পানি সবচেয়ে বেশি দূষণ ছড়ায়?- নেসলে
69. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় সংযুক্ত কোর্সের জন্য অনলাইন স্টাডি সিস্টেম চালু করলো?-JNU
70. সম্প্রতি কোন বোলার আন্তর্জাতিক T 20 ম্যাচ এ দুবার 5 উইকেট পাওয়ার রেকর্ড করলেন?-ইমরান তাহির
71. সম্প্রতি কোন রাজ্যের কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় ISRO এর সাথে চুক্তি করলো?- জম্বু ও কাশ্মীর
72. সম্প্রতি কোন দেশের সরকার মৃত্যুদণ্ড রদ করলো?- মালয়েশিয়া
73. বিশ্ব ব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে কোন দেশ শীর্ষে আছে?- সিঙ্গাপুর
74. CIC এর 13 তম বার্ষিক সম্মেলনের উদঘাটন কে করলেন?- রামনাথ কোবিন্দ
75. সম্প্রতি অবসর নেওয়া আব্দুর রহমান কোন দেশের ক্রিকেটার ছিলেন?- পাকিস্তান
76. সম্প্রতি দিল্লি সরকার কোন শহরের সাথে টুইন সিটি চুক্তি করলো?- মস্কো
77. সম্প্রতি নেপালের NBI কোন ব্যাংকের সাথে চুক্তি করলো?- SBI
78. প্রথম ভারত-ইজরায়েল ইনোভেশন সেন্টার কোথায় খোলা হলো?- বেঙ্গালুরু
79. সম্প্রতি কোন রাজ্য সরকার NSE এর সাথে চুক্তি করলো?- উত্তরাখন্ড
80. জি ডি আগারওয়াল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?- গঙ্গা বাঁচাও অভিযান
81. অন্তরাষ্ট্রীয় বালিকা দিবস কবে পালিত হলো?- 11 অক্টোবর
82. প্রথম অন্তরাষ্ট্রীয় বালিকা দিবস কবে পালিত হয়?- 2012
83. সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন কোন দেশে তিন দিনের সফরে গেলেন?- ফ্রান্স
84. সম্প্রতি প্রকাশিত অক্সফোর্ড বিশ্ব অসমানতা সূচন্যাঙ্ক তে ভারত কোন স্থানে রয়েছে?- 147 তম স্থানে
85. বিশ্ব যুব অলিম্পিকে সৌরভ চৌধুরী কোন পদক পেলেন?- স্বর্ন
86. প্রথম মিস ট্রান্স কুইন খেতাব কে জিতলেন?- বীনা সেন্দ্রে
87. সম্প্রতি SCO এর 17 তম CHG বৈঠকে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন?- সুষমা স্বরাজ
88. ডেমি্গ পুরস্কার 2018 জিতলেন কে?- ইন্ডাস টাওয়ার্স
89. PHDCCI এর নতুন মহাসচিব কে হলেন?- মহেশ রেড্ডি
90. 2022 যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?- সেনেগাল
91. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?- 10 অক্টোবর
92. ক্লিন স্কাই 2018 কোন দেশ শুরু করলো?- ইউক্রেন
93. সম্প্রতি নিকি হেলি কোন দেশের রাজদুতের পদ থেকে ইস্তফা দিলেন?- আমেরিকা
94. যুব অলিম্পিকে মনু ভাকর কোন পদক জিতলেন?- স্বর্ন
95. মনু ভাকর কোন খেলার সাথে যুক্ত?- শুটিং
96. সম্প্রতি কোন দেশের পাসপোর্ট সবথেকে শক্তিশালী ঘোষিত হলো?- জাপান
97. সম্প্রতি মোবাইল হেলথ অ্যাপ মেডওয়াচ শুরু করলো কে?- ভারতীয় বায়ু সেনা
98. ভারতীয় চিকিৎসা ক্ষেত্রের ওপর দ্বিতীয় বিশ্ব সম্মেলন কে শুরু করলো?- জে পি নড্ডা
99. সম্প্রতি NAASSKOM কার সাথে চুক্তি করলো?- UNICEF
100. সম্প্রতি ওড়িশা উপকূলে সৃষ্টি হওয়া ঝড়ের নাম কি?- তিতলি