#currentaffairs #exam #Important #ssc #wbcs #rail
১. সম্প্রতি হিমাচল প্রদেশের জন্য ভারত, ADB এর সঙ্গে কত টাকার লোন স্বাক্ষর করলো ?
= 105 মিলিয়ন ডলার
২. সম্প্রতি India - Kyrgyz IGC এর নবম তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে ?
= নিউ দিল্লি
৩. সেন্ট্রাল এন্ড স্টেট অরগানাইজেশন এর 26 তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ?
= হিমাচল প্রদেশ
৪. সম্প্রতি কোন রাজ্য সরকার নতুন বায়োটেকনোলজি পলিসি এর ঘোষণা করল ?
= ওড়িশা সরকার
৫. সম্প্রতি কোন রাজ্য কাউ সমৃদ্ধি প্লাস স্কিম এর সূচনা করলো ?
= কেরালা সরকার
৬. নংকেম ডান্স ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে ?
= মেঘালয়
৭. সম্প্রতি কোন ব্যাংক সর্বপ্রথম ভারতে বাটন সহিত ক্রেডিট কার্ড চালু করল ?
= Induslnd Bank
৮. সম্প্রতি কোন দুই দাবাড়ু বিশ্ব চেজ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে ?
= গুকেস এবং সবিতা
৯. সম্প্রতি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কোথায় ভ্রমণে গেছেন ?
= ভিয়েতনাম এবং অস্ট্রেলিয়া
১০. সম্প্রতি ভারত কোন ব্যাংকের সঙ্গে 300 মিলিয়ন ডলার এর লোন স্বাক্ষর করলো ?
= এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ।
১১. সম্প্রতি কোন শব্দটিকে অক্সফোর্ড ওয়ার্ড অফ দা ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে ?
= Toxic
১২. সম্প্রতি AMC কোম্পানির সূচনা করলেন কে ?
= সুনীল মেহেতা পানেল
১৩. সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স পালিত হলো ?
= 16 নভেম্বর
১৪. সম্প্রতি কবে আদি মহোৎসব শুরু হয়েছে ?
= 16 নভেম্বর, নিউ দিল্লি
১৫. পশ্চিমবঙ্গের শক্তি প্রজেক্টকে কোন সংস্থা 5 হাজার কোটি টাকার লোন প্রদান করছে ?
= JICA
১৬. সম্প্রতি কোথায় বিশ্ব টলারেন্স সামিট উদ্বোধন হয়েছে ?
= দুবাই
১৭. সম্প্রতি বিশ্ব ব্যাংক কোন দেশকে 155.7 মিলিয়ন ডলার প্রদান করছে ?
= নেপাল
১৮. সম্প্রতি কোন দেশ একটি হাইড্রো ইলেক্ট্রিক প্রজেক্ট এর সূচনা করলো ?
= তাজাকিস্থান
১৯. সম্প্রতি কোন সংস্থা ইট রাইট অ্যাওয়ার্ড এর সূচনা করলো ?
= FSSAI
২০. সম্প্রতি কবে ন্যাশনাল প্রেস ডে অনুষ্ঠিত হলো ?
= 16 নভেম্বর ।
২১. সম্প্রতি কবে বিশ্ব দার্শনিক ডে পালিত হল?
= ১৫ নভেম্বর
২২. সম্প্রতি কোথায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চেরি ব্লসোম ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে?
= শিলং
২৩. সম্প্রতি কে ত্রিপুরা হাই কোর্টের নতুন চিফ জাস্টিস পদে নিযুক্ত হলেন ?
= সঞ্জয় কারোল
২৪. সম্প্রতি কে ই লার্নিং সাইট NIPUN এর সূচনা করলো ?
= দিল্লি পুলিশ
২৫. ভারতের যুব অ্যাম্বাসিডর কে হলেন ?
= হিমা দাস
২৬. COCSSO এর 26 তম অধিবেশন কোথায় শুরু হয়েছে ?
= হিমাচল প্রদেশ
২৭. 13 তম ইস্ট এশিয়া সামিটে কে উপস্থিত থাকছেন ?
= নরেন্দ্র মোদি
২৮. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর সঙ্গে সম্প্রতি কোন রাজ্য চুক্তিবদ্ধ হল ?
= ওড়িসা
২৯. এসিয়ান ইন্ডিয়া ব্রেকফাস্ট সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
= সিঙ্গাপুর
৩০. ইয়েস ব্যাঙ্কের চেয়ারম্যান পদত্যাগ করলেন, তার নাম কি?
= অশোক চাওলা
৩১. সম্প্রতি কবে বিশ্ব ডায়াবেটিস ডে পালিত হলো ?
= 14 নভেম্বর
৩২. সম্প্রতি গ্লোবাল ডিজিটাল কনটেন্ট মার্কেট কনফারেন্স কোন সংস্থা আয়োজন করেছে ?
= DIPP
৩৩. সম্প্রতি কে পদত্যাগ করলেন ?
= ফ্লিপকার্ট এর কো-ফাউন্ডার বিন্নি বানসাল ।
৩৪. সম্প্রতি ভারত সরকার কার জন্মবার্ষিকী উপলক্ষে একটি 75 টাকার কয়েন বের করল ?
= নেতাজি সুভাষচন্দ্র বোস
৩৫. সম্প্রতি কবে চিল্ড্রেন ডে অনুষ্ঠিত হলো ?
= 14 নভেম্বর
৩৬. সম্প্রতি কে ইউনিভার্সাল এক্সেপটেন্স থট লিডার অ্যাওয়ার্ড পেলেন ?
= রাজস্থানের চিফ মিনিস্টার বসুন্ধরা রাজে।
৩৭. উত্তরের যুব ফেস্টিভাল কবে থেকে আরম্ভ হবে ?
= 15 নভেম্বর
৩৮. সম্প্রতি কে APIX টেকনোলজি চালু করল ?
= নরেন্দ্র মোদি
৩৯. সম্প্রতি কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ?
= মার্থা ফারেল
৪০. ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কে উদ্বোধন করলেন ?
= মহেশ শর্মা
৪১. সম্প্রতি মাল্টি মডেল টার্মিনাল এর উদ্বোধন কোথায় করা হবে ?
= বারানসি
৪২. সম্প্রতি কামব্যাক প্লেয়ার অফ দা ইয়ার এওয়ার্ড কে জিতেছে ?
= নোভাক জোকোভিচ
৪৩. সম্প্রতি CBDT তে কতজন নতুন সদস্য নিয়োগ করা হয়েছে ?
= ৩ জন
৪৪. সম্প্রতি অনন্থ কুমার কত বছর বয়সে মারা গেলেন ?
= ৫৯
৪৫. সম্প্রতি 33 তম এশিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?
= সিঙ্গাপুর
৪৬. সম্প্রতি সেন্ট্রাল ইনস্টিটিউট অব মেডিকেল এন্ড এটোমিক প্লান্টস কোন সংস্থার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে ?
= রিসার্চ ইনস্টিটিউট ফর ফ্রাগরান্ট ম্যাটেরিয়ালস (RIMF) ।
৪৭. সম্প্রতি কে হায়েস্ট সিভিলিয়ান হোনার অ্যাওয়ার্ড পেলেন ?
= জহরলাল সারিন ।
৪৮. সম্প্রতি মানসী গুলাটি এর কোন বই প্রকাশিত হলো ?
= যোগা এন্ড মাইন্ডফুলনেস
৪৯. সম্প্রতি কে প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন ?
= সাথী ছত্রবেদি
৫০. সম্প্রতি কোন মারাঠি অভিনেত্রী মারা গেলেন ?
= লালন সারাং
৫১. সম্প্রতি কবে জাতীয় শিক্ষা দিবস পালিত হলো ?
= 11 নভেম্বর
৫২. সম্প্রতি কোথায় ওয়ার মেমোরিয়াল এর উদ্বোধন হলো ?
= ফ্রান্স
৫৩. সম্প্রতি কোন সংস্থা মহাকাশে মানুষের কোষ পাঠানোর ব্যবস্থা করেছে ?
= NASA
৫৪. সম্প্রতি কে এগ্রিকালচারাল হল অফ ফেম তৈরি করল ?
= পিটার দিলন
৫৫. সম্প্রতি কে একলব্য পুরস্কার পেলেন ?
= লিলিমা মিঞ্জ
৫৬. সম্প্রতি কে রাজা রামমোহন রায় অ্যাওয়ার্ড 2018 পেলেন ?
= এন রাম ।
৫৭. ফ্রিডম অ্যাওয়ার্ড ফর কারেজ 2018 কে পেলেন ?
= সাথী ছত্রভেদি
৫৮. কবে 49 তম ইন্টার্নেশনাল ফিলম ফেস্টিভাল অফ ইন্ডিয়া অনুষ্ঠিত হবে ?
= 20 নভেম্বর - 28 নভেম্বর
৫৯. টেসলা কাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলেন ?
= রোব্যান ডেনহল্ম
৬০. সম্প্রতি কোথায় SIMBEX অনুষ্ঠিত হলো ?
= পোর্ট ব্লেয়ার
৬১. কে সম্প্রতি এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ?
= সৌরভ চৌধুরি
৬২. সম্প্রতি ভারত এবং মরক্কোর মধ্যে চুক্তিকে কে স্বীকৃতি দিলেন ?
= প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
৬৩. সেন্ট্রাল ট্রিবাল ইউনিভার্সিটি কোথায় প্রতিষ্ঠিত হবে ?
= অন্ধ্রপ্রদেশ
৬৪. সম্প্রতি কে গ্লোবাল এডুকেশন এওয়ার্ড পেলেন ?
= আনন্দ কুমার
৬৫. সম্প্রতি কে ডিস্টিনগুইস্ট ফেলো অ্যাওয়ার্ড পেলেন ?
= অনুপম খের
৬৬. বিশ্ব ব্যাংক অন্ধপ্রদেশের সঙ্গে কত টাকার চুক্তি স্বাক্ষর করলো ?
= 172 মিলিয়ন ডলার ।
৬৭. লখনৌ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হবে ?
= ভারতরত্ন অটল বিহারী বাজপাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ।
৬৮. সম্প্রতি কোন রাজ্য সরকার " মো বাস " সার্ভিস চালু করল ?
= উড়িষ্যা
৬৯. 13 তম ইন্ডিয়া জাপান সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
= টোকিও
৭০. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী এক দিনের ভারত সফরে এসেছেন ?
= ইতালি
৭১. সম্প্রতি কে জার্মানির অধ্যক্ষ থেকে অবসর নেওয়ার কথা জানালেন ?
= অ্যাঞ্জেলা মার্কেল ।
৭২. পাবলিক হেলথ কেয়ার এর ওপর পঞ্চম ইন্টারন্যাশনাল সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে ?
= আসাম
৭৩. সম্প্রতি কবে ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়েছে ?
= 31 অক্টোবর
৭৪. সম্প্রতি কে FTII এর চেয়ারম্যান থেকে অবসর নিলেন ?
= অনুপম খের
৭৫. সম্প্রতি Statue Of Unity এর উদ্বোধন করলেন কে ?
= প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
৭৬. সম্প্রতি আমাদের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কতগুলি দেশ ভ্রমণে গেছেন ?
= তিনটি
৭৭. সম্প্রতি কাকে গ্লিৎসম্যান পুরস্কার প্রদান করা হয়েছে ?
= মালালা ইউসুফাই
৭৮. RBI সম্প্রতি কাকে HDFC ব্যাংক এর CEO হিসেবে পুনর্নিয়োগ করতে বললেন ?
= আদিত্য পুরি