#current_affairs #exam #competitive_exam
1. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন?- ইতালি
2. ইতালির রাজধানীর নাম কি?- রোম
3. সম্প্রতি ভারত মোবাইল কংগ্রেস কোথায় আয়োজিত হলো?- নিউ দিল্লি
4. ভারত মোবাইল কংগ্রেস এর থিম কি?- নিউ ডিজিটাল হোরাইজন
5. বিশ্বের সমচেয়ে বড় Under One Roof বিমানবন্দর কোথায় হলো?- ইস্তাম্বুল
6. সম্প্রতি CII কার সাথে চুক্তি করলো?- Whatsapp
7. কাজী আব্দুসত্তর কোন ভাষার লেখক ছিলেন?- উর্দু
8. সম্প্রতি জার্মানির চ্যান্সেলর কবে পদ ছাড়বেন বলে ঘোষণা করলেন?- 2021
9. সম্প্রতি ED এর প্রধান কে নিযুক্ত হলেন?- সঞ্জয় কুমার মিশ্র
10. ভারতের প্রথম রোবট ডাইনোসর গ্যালারি এর উদ্বোধন কোথায় হলো?- পাঞ্জাব
11. সম্প্রতি নরেন্দ্র মোদি কোন মনীষীর নামে পুরষ্কার ঘোষণা করল?- সুভাষ চন্দ্র বসু
12. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর নীতি আয়োগ তৈরি হয়?- 12 তম
13. 2018 বিজয় হাজারে ট্রফি জিতলো কোন দল?- মুম্বাই
14. 2018 বিজয় হাজারে ট্রফি রানার্সআপ হলো কোন দল?- দিল্লি
15. ভারতের প্রথম ঘরোয়া ক্রুজ এর নাম কি?- Angriya
16. ফোর্বসের বিচারে সর্বশ্রেষ্ঠ নিয়োগ করা কোম্পানির নাম কি?- আলফ্যাবেট
17. নোবেল পুরস্কার বিজেতা শিমোমুরা সম্প্রতি মারা গেলেন। তিনি কোন দেশের নাগরিক ছিলেন?- জাপান
18. বিশ্ব শান্তি অহিংসা সম্মেলন 2018 কোথায় আয়োজিত হলো?- মহারাষ্ট্র
19. ডেনমার্ক ওপেন 2018 রানার্স আপ হলেন কে?- সাইনা নেওয়াল
20. সম্প্রতি কোন ব্যাংক ওয়েলথ হাব গঠন করলো?- SBI
21. সম্প্রতি কার নামে হিমালয়ের চারটি শিখরের নাম রাখা হলো?- অটল বিহারী বাজপেয়ী
22. সম্প্রতি কোন দেশ নবম সবচেয়ে মূল্যবান রাষ্ট্র ব্র্যান্ড হলো?- ভারত
23. সবচেয়ে মূল্যবান রাষ্ট্র ব্র্যান্ড কোন দেশ?- আমেরিকা
24. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় পুলিশ মেমোরিয়াল এর উদ্ঘাটন কোথায় করলেন?- নিউ দিল্লি
25. 12 তম ASEAN প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় হলো?- সিঙ্গাপুর
26. সম্প্রতি ASEAN রাষ্ট্রগুলো কোন দেশের সাথে যৌথ সমুদ্র মহড়ায় অংশ নেবে?- চীন
27. সম্প্রতি বিশ্বের সবচেয়ে লম্বা পুল কোথায় বানানো হলো?- চীন
28. কোপ ইন্ডিয়া কোন তিনটি দেশের সংযুক্ত বায়ু মহড়া?- ভারত, আমেরিকা ও জাপান
29. World Osteoporosis Day কবে পালিত হলো?- 20 অক্টোবর
30. 2019 এর অন্তরাষ্ট্রীয় সেনা খেল কোথায় আয়োজিত হবে?- চীন