-->

সাধারন জ্ঞানের প্রশ্ন







#সাধারন_জ্ঞানের_প্রশ্ন: #exam #gk

1.ফরাসি বিপ্লবের শিশু বলা হয় - নেপোলিয়ানকে

2. "My life" গ্রন্থের লেখক - বিল ক্লিনটন

3. "গ্লাস্তনস্ত" ও "পেরেস্ত্রৈকা" নীতির প্রবর্তক - মিখাইল গর্বাচেভ

4. "নিউ ফ্রিডম" গ্রন্থটির লেখক - উড্রো উইলসন

5. হিটলারের গোপন পুলিশ বাহিনী নাম – গেস্টাপো

6. ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক – ভ্লাদিমির ইলিচ লেলিন

7. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন – আব্রাহাম লিন্কন

8. ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক – মহাত্মা গান্ধী

9. মহাত্মা গান্ধীকে "মহাত্মা" উপাধি দেন – রবীন্দ্রনাথ ঠাকুর

11. "History of the second world war" গ্রন্থটির রচয়িতা – উইনস্টন চার্চিল

12. "আন্কেল হো" নামে পরিচিত – হো চি মিন

13. "প্রথম পঞ্চশীলা নীতি" পবর্তন করেন – আহমেদ সুকর্ন

14. OIC'র প্রথম মহাসচিব – টেংকু আবদুর রহমান

15. নেলসন ম্যান্ডেলার ডাক নাম – ম্যাদিবা

16. চে গুয়েভেরা পেশায় ছিলেন – চিকিৎসক

17. "A long walk to freedom" গ্রন্থটির রচয়িতা – নেলসন ম্যান্ডেলা

18. অংসান সূচির রাজনৈতিক দল – ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি

19. অং সান সুচি শান্তিতে নোবেল পান – ১৯৯১ সালে

20. জাতিসংঘের প্রস্তাবক – রুজভেল্ট

আরো পড়ুন - সাধারণ জ্ঞান 100টি প্রশ্নোত্তর

21 "লৌহমানবী" বলে পরিচিত – মার্গারেট থ্যাচার

22. "পঞ্চবার্ষিকী পরিকল্পনা" নীতিরপ্রবর্তক – যোশেফ স্ট্যালিন

23. বারাক ওবামা শান্তিতে নোবেল পান – ২০০৯ সালে

24. সিগমন্ড ফ্রয়েড – মনোবিজ্ঞানী

25. জেনেটিক্সের জনক – মেনডেল

26. "এনথ্র্যাক্স" রোগের প্রতিষেধক আবিষ্কারক – লুই পাস্তুর

27. " অরিজিন অব স্পেসিজ" গ্রন্থটি কার – চার্লস ডারউইন

28. "ব্ল্যাকহোল" থিওরির প্রবক্তা – স্টিফেন হকিংস

29. পোলিও টীকার আবিষ্কারক - জোনাস সাল্ক

30. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রবক্তা – জন স্টুয়ার্ট মিল

31. "আল মুকাদ্দিমা" গ্রন্থের রচয়িতা – ইবনে খালদুন

32. "Know thyself" উক্তিটি কার – সক্রেটিস

33. ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন – ১৪৯৮

34. I have a dream ভাষনটি কার – মার্টিন লুথার কিং

35. রেড ক্রসের প্রতিষ্ঠাতা – জ্যঁ হেনরি ডুনাল্ট

36. অর্থনীতি সম্পদের বিজ্ঞান" উক্তিটি কার – অ্যাডাম স্মিথ

37. "The prince" গ্রন্থটির রচয়িতা – নিকোলা মেকিয়াভেলি

38. "লেডি উইথ দ্য ল্যাম্প" কার উপাধি – ফ্লোরেন্সন নাইট



         



SeeCloseComment