-->

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর


প্রশ্ন :- এশিয়াটিক সোসাইটির প্রতিষ্টাতা কে ?
উত্তর :- স্যার উইলিয়াম জোন্স
প্রশ্ন:-  কোলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে কোলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।

 প্রশ্ন:- আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে এবং কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন ।

 প্রশ্ন:- হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ।

 প্রশ্ন:-  কত খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল ?
উত্তর:- ১৮২৪ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল ।

 প্রশ্ন:- সতীদাহ প্রথা কত সালে এবং কে নিষিদ্ধ করেন ?
উত্তর:- ১৮২৯ খ্রিস্টাব্দে গভর্নর-জেনারেল লর্ড বেন্টিঙ্ক সপ্তদশ বিধি নামে এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ।

 প্রশ্ন:- স্যার চার্লস উড কোন সালে তাঁর শিক্ষা-সংক্রান্ত প্রতিবেদন পেশ করেছিলেন ?
উত্তর:- স্যার চার্লস উড ১৮৩৫ খ্রিস্টাব্দে তাঁর শিক্ষা-সংক্রান্ত প্রতিবেদন পেশ করেছিলেন ।

 প্রশ্ন:- ইংরেজি শিক্ষা প্রবর্তনের সরকারি সিদ্ধান্ত কত খ্রিস্টাব্দে নেওয়া হয়েছিল ?
উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দের মার্চ মাসে ইংরেজি শিক্ষা প্রবর্তনের সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।

 প্রশ্ন:- কলকাতা মেডিকেল কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৩৫ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ।

 প্রশ্ন:- তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৩৯ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় ।

 প্রশ্ন:-  কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় ?
উত্তর:- ১৮৪৩ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় ।

 প্রশ্ন:- শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?
উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন শুদ্ধি আন্দোলনের প্রবর্তক  ।

 প্রশ্ন:- আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:-  আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী  ।

 প্রশ্ন:- 'সত্যার্থ প্রকাশ' কে রচনা করেন ?
উত্তর:-  'সত্যার্থ প্রকাশ' রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী  ।

 প্রশ্ন:- স্যার চার্লস উডের সুপারিশ অনুসারে কবে সরকারি দপ্তর খোলা হয় ?
উত্তর:- স্যার চার্লস উডের সুপারিশ অনুসারে ১৮৫৫ খ্রিস্টাব্দে সরকারি দপ্তর খোলা হয় ।
প্রশ্ন:-  বিধবা-বিবাহ আন্দোলনে কে অগ্রণী হন ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা-বিবাহ আন্দোলনে অগ্রণী হন ।

প্রশ্ন :- "জনগনমন" সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহন করার জন্য কে প্রস্তাব করেন ?
উঃ-Dr. J.H. Cousis, Madras Mail পত্রিকায় ৷
প্রশ্ন :- 'জনগনমন' সঙ্গীতটি কোথায় প্রথম গাওয়া হয়?
উঃ- 1911 সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে ৷
প্রশ্ন :- 'জনগনমন' কখন থেকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পায় ?
উঃ- 24 জানুয়ারি, 1950
প্রশ্ন :- 'জনগনমন অধিনায়ক ' গানটি কবে রচিত হয়?
উঃ-1911 সালে
প্রশ্ন :- কে কবে রবীন্দ্রনাথকে 'পরমগুরু' উপাধি দেন ?
উঃ পুরীর রাজা, 1919
প্রশ্ন :- কোথাকার রাজা রবীন্দ্রনাথকে 'ভারত ভাস্কর' উপাধি দেন?
উঃ- ত্রিপুরার রাজা, 1941র
প্রশ্ন :- রবীন্দ্রনাথ তার 'তাসের দেশ' নাটকটি কাকে উৎসর্গ করেন ?
উঃ সুভাস চন্দ্র বসুর
প্রশ্ন :- রবীন্দ্রনাথকে 'বিশ্বকবি' বলে কে সর্বপ্রথম সম্মানিত করেন?
উঃ-ব্রহ্মবান্ধব উপাধ্যায়
প্রশ্ন :- রবীন্দ্রনাথ তার কোন কাব্যগ্রন্থের নামকরন করে যেতে পারেননি ?
উঃ- 'শেষলেখা' নামকরন করেন কবিরপুত্র রথীন্দ্রনাথ ৷
প্রশ্ন :- রবীন্দ্রনাথকে প্রথম 'গুরুদেব' সম্মানে ভূষিত করেন কে ?
উঃ- মহাত্মা গান্ধী
SeeCloseComment