-->

History (Short Question - 9)



History, Short_question, Question, Educational, Knowledgeable, gk
History Short Question 


History Short Question - 9 :


১. তেভাগা আন্দোলনের জনক বলা হয় কা কে?
- হাজী মোহাম্মদ দানেশ
২. চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বিলুপ্ত হয় কবে?
- ১৯৫০ সালে
৩. কবে কোথায় মুসলিম লীগ গঠিত হয়?
- ৩০ ডিসেম্বর, ১৯০৬, ঢাকায়
৪. ভারত শাসন আইন কার্যকর হয় কবে?
- ১৯৩৭ সালে
৫. অবিভক্ত বাংলার দ্বিতীয় মূখ্যমন্ত্রী কে
ছিলেন?
- এ কে ফজলুল হক
৬. নীলবিদ্রোহের সূচনা হয় কোথায়?
- যশোর ও নদীয়া
৭. কার নির্দেশে কবে কোথায় জালিয়ানওয়ালাবাগ
হত্যাকান্ড সংগঠিত হয়?
- ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে, ১৩
এপ্রিল, ১৯১৯, পাঞ্জাব প্রদেশের অমৃতসরে
৮. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে
আওয়ামীলীগ কয়টি আসন লাভ করে?
- ১৬৭ টি
৯. ফ্লাউড কমিশন কবে গঠিত হয়?
- ১৯৩৮ সালে
১০. আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি এই
কবিতাটিকে কবে জাতীয় সংগীত হিসেবে
ঘোষনা দেয়া হয়?
- ৩ মার্চ,১৯৭১
১১. পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন
কবে হয়? আওয়ামীলীগ কয়টি আসন লাভ করে?
- ১৭ ডিসেম্বর, ১৯৭০; ২৯৮টি
১২. চীনা পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায়
আসেন?
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৩. বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে?
- বরাহ মিহির
১৪. সম্রাট অশোকের শিলালিপি পাওয়া গেছে
কোথায়?
- মহাস্থানগড়ে
১৫. সংশপ্তক ভাস্কর্য এর স্থপতি কে?
- হামিদুজ্জামান খান
SeeCloseComment