১. ভারতের প্রথম অ্যাটমিক সাবমেরিনের নাম কি ?
. আই এন এস চক্র
২. প্রথম কোন ব্রিটিশ শাসক ভারত প্রদর্শন করতে এসেছিলেন?
. হকিংস
৩. ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি?
. সুকুমার সেন
৪. ভারতের প্রথম নিউক্লিযার কেন্দ্রের নাম কি?
. তারাপুর
৫. কোন বিদেশি প্রথম ভারত-রত্ন পেযেছিলেন?
. খান আবদুল গফফর খান
৬. ভারতের প্রথম পোস্ট অফিস কোথায় এবং কবে স্থাপিত হয়?
. কলকাতা ১৭২৭
৭. ভারতের প্রথম মহাকাশ ভ্রমনকারীর নাম কি?
. সন্তোষ জর্জ
৮. কোন ভারতীয় প্রথম দক্ষিন মেরু অভিযানে গিয়েছিলেন?
. কল আইকে বাজাজ
৯. প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী অফিস থেকে স্ব-ইচ্ছায় অবসর নিয়েছিলেন?
. মনোজ দেশাই
১০. কোন ভারতীয় প্রথম অস্কার জয়ী হয়েছিলেন?
. ভানু আথাইয়া
১১. ভারতের প্রথম মিসাইল মিশনের নাম কি?
. পৃথ্বী
১২. ভারতের প্রথম বিমানচালকের নাম কি?
. জেআরডি টাটা
১৩. প্রথম ভারতীয় সাবমেরিনের নাম কি?
. আইএনএস কাউভেরি
১৪. কোন ভারতীয প্রথম পরম্ভীর চক্র পেযেছিলেন?
. মনোজ সোমনাথ শর্মা
১৫. কোন ভারতীয় প্রথম ভারত রত্ন পুরস্কার পান?
. ডক্টর সর্বোপল্লী রাধাকৃষ্ণন
১৬. ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন?
. জি ভি মাভলঙ্কর
১৭. কোন ভারতীয় প্রথম জনপীঠ পুরস্কার পেয়েছেলিনে?
. ডি. শঙ্কর কুরুপ
১৮. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি?
. সরোজিনী নাইডু
১৯. প্রথম কোন মহিলা ভারতীয় সঙ্গীতজ্ঞ ভারত রত্ন পেয়েছিলেন?
. এম এস শুভলক্ষী
২০. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
. মীরা সাহিব ফতিমা বিবি