১. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে গঠনতন্ত্র কোনটি ?
উত্তরঃ ভারতীয় রেলওয়ে গঠনতন্ত্র
২. পৃথিবীর বৃহত্তম রেলওয়ে গঠনতন্ত্র কোনটি ?
উত্তরঃ CIS রেলওয়ে গঠনতন্ত্র (পূর্বের রাশিয়া)
৩. ভারতীয় রেল কোন বছরকে যাত্রীসাধারণের বছর রূপে পরিগণিত করেছিল ?
উওরঃ 2002 - 2003 সালকে
৪. ভারতীয় রেলের ম্যাসকট টির নাম কি ?
উত্তরঃ ভোলু- দ্যা গার্ড
৫. ভারতীয় রেল তিন ধরনের লাইনে ট্রেন চলাচল করে সেগুলি কি কি ?
উত্তরঃ ব্রড গেজ, মিটার গেজ এবং ন্যানো গেজ
৬. ব্রডগেজ রেল লাইনের মাপ কত ?
উত্তরঃ 5 ফুট 6 ইঞ্চি বা 1.676 মিটার
৭. মিটার গেজ রেল লাইনের মাপ কত ?
উত্তরঃ 3 ফুট 3.25 ইঞ্চি বা 1 মিটার
৮. ন্যারো গেজ রেললাইন এর মাপ কত ?
উওরঃ 2 ফুট 6 ইঞ্চি বা 0.762 মিটার
৯. ভারতীয় রেলের 150 বছর পূর্তি উপলক্ষে নতুন একটি ইন্টার সিটি লিংক এক্সপ্রেস চালু হয়েছে। ট্রেনটির নাম কি ?
উত্তরঃ জন শতাব্দী এক্সপ্রেস
১০. প্রথম জন শতাব্দী ট্রেন কোথা থেকে কোন পর্যন্ত যাতায়াত করে ?
উত্তরঃ মুম্বাই থেকে মুদগাঁও
১১. রেলওয়েতে প্রথম ইন্টারনেট সার্ভিস চালু করে কোন দেশের রেলওয়ে ?
উত্তরঃ ভারতীয় রেলওয়ে
১২. পূর্ব রেলের ড্রাইভার ফ্রেগুলি ইঞ্জিনের নাম কি ?
উওরঃ চালক বন্ধু
১৩. ভারতীয় রেলে দুর্ঘটনাজনিত মৃত্যু বা চিরকালের জন্য পঙ্গু হয়ে যাওয়ায় কি ক্ষতিপূরণ দেওয়া হয় ?
উত্তরঃ 2 লক্ষ টাকা
১৪. ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি ?
উত্তরঃ শতাব্দি এক্সপ্রেস (দিল্লি - ভোপাল)
১৫. শতাব্দী এক্সপ্রেস এর গতিবেগ কত ?
উত্তরঃ ঘণ্টায় 150 কিমি
১৬. রাজধানী এক্সপ্রেস এর গতিবেগ কত ?
উত্তরঃ ঘণ্টায় 150 কিমি
১৭. কোন রাজ্যের উপর দিয়ে উত্তর-পূর্ব রেল চলাচল করে ?
উত্তরঃ বিহার, আসাম ও উত্তর প্রদেশ
১৮. কোন রাজ্যের উপর দিয়ে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল চলাচল করে ?
উত্তরঃ নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ
১৯. কোন রাজ্যের উপর দিয়ে দক্ষিণ রেল চলাচল করে ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা ও তামিলনাডু
২০. কোন রাজ্যের উপর দিয়ে দক্ষিণ মধ্য রেল চলাচল করে ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও তামিলনাডু
২১. কোন রাজ্যের উপর দিয়ে দক্ষিণ পূর্ব রেল চলাচল করে ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ
২২. উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেল প্রধানত কোন রাজ্যের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ আসাম
২৩. ভারতের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি ?
উওরঃ খড়্গপুর (পশ্চিমবঙ্গ)
২৪. কলকাতা মেট্রো রেলের দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত কত দূরত্বের ?
উত্তরঃ 16.33 কিমি
২৫. দিল্লি মেট্রো রেল কবে প্রথম যাত্রা শুরু করে ?
উত্তরঃ 24 ডিসেম্বর 2002
২৬. ভারতের কোথায় রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত ?
উত্তরঃ বরদা
২৭.ভারতের কোথায় রেলওয়ে টেস্টিং এন্ড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তরঃ লক্ষৌ
২৮. ভারতের কোথায় ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ট্রাক টেকনোলজি অবস্থিত ?
উত্তরঃ পুনা
২৯. ভারতের কোথায় রেলওয়ে ইনস্টিটিউট অফ সিগন্যাল ইজ্ঞিনিয়ারিং অবস্থিত ?
উওরঃ সেকেন্দ্রাবাদ