Important Question and Answer of General Knowledge :
১।পরিকল্পনা কমিশন হল – একটি সংবিধান বহির্ভূত এবং অবিধিবদ্ধ সংস্থা।
২।কবে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? – ১৮৫৮ সালে।।
৩।কানহা ন্যাশনাল পার্ক অবস্থিত – মধ্যপ্রদেশে।
৪।আগা খান কাপকোন খেলার সঙ্গে সম্পর্কিত? – হকি।
৫ । ভারতীয় সংবিধানের দশম তপশিল (10th Schedule) কীসের সঙ্গে সম্পর্কিত? — দলত্যাগ বিরােধী ব্যবস্থা।
৬। রামচরিতগ্রন্থের রচয়িতা হলেন – সন্ধ্যাকর নন্দী।
৭। আয়তনে ভারত পৃথিবীর কততম দেশ? – সপ্তম।
৮। পেট্রোলের রাসায়নিক নাম কী? — গ্যাসােলিন।
৯। ভিটামিন B এর বিজ্ঞানসম্মত নাম হল সায়ানােকোবালামিন।
১০। মহাত্মা গান্ধি ভারতে তাঁর প্রথম সত্যাগ্ৰহ আন্দোলন করে এবং কোথায় শুরু করেন? – ১৯১৭ সালে বিহারের চম্পারনে।
১১। সংসদ সদস্য না হয়েও কতদিন প্রধানমন্ত্রী থাকা যায়? — ৬ মাস।
১২। মন্ত্রিগণ যৌথভাবে দায়িত্বশীল থাকেন লােকসভার কাছে।
১৩। নাদির শাহর ভারত আক্রমণকালে দিল্লির সম্রাট ছিলেন—মহম্মদ শাহ।
১৪। পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?—প্রথম মহীপালকে।
১৫। ওয়েনগঙ্গা কোন নদীর উপনদী ? – গােদাবরী।
১৬। আপদকালীন হরমােন বলা হয় – অ্যাড্রিনালিনকে।
১৭। রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে বলা হয় – ভেটো ক্ষমতা।
১৮। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন্ গ্রিকদূত ভারতে আসেন? — মেগাস্থিনিস।
১৯। ওয়াহাবিকথার অর্থ কী? – নবজাগরণ।
২০। স্বরাজ আমার জন্মগত অধিকার-কার উক্তি?—বালগঙ্গাধর তিলক।
২১। দশম ফলস অবস্থিত — কাঞ্চি নদীর উপর।
২২। ত্বকের বর্ণ সৃষ্টিকারী হরমােনের নাম কী? – মেলানােসাইট স্টিমুলেটিং হরমােন (MSH)।
২৩। Salt Cake বলা হয় – NaSO, (সােডিয়াম সালফেট) কে।
২৪। কততম সংবিধান সংশােধনী অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? – ৪৪তম।
২৫। উপনিষদের অপর নাম কী? – বেদান্ত।
২৬। চিকাগাে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল – ১৮৯৩ সালে।
২৭। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় – ১১ জুলাই।
২৮। প্রােটিনের গঠনগত একক হল – অ্যামাইনাে অ্যাসিড।
২৯। টোড়া উপজাতিসমূহের প্রধান বাসস্থান হল – নীলগিরি পর্বত।।
৩০। Viticulture সম্পর্কিত – আঙুর চাষের সঙ্গে।
৩১। স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল হলেন – লর্ড মাউন্টব্যাটেন।
৩২। সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? — লাইসােজোমকে।
৩৩। নর্মাল স্যালাইন হল – সােডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ।
৩৪। সারে যাঁহাসে আচ্ছাগানটির স্রষ্টা কে ? – মহম্মদ ইকবাল।
৩৫। কোন্ কোশ অঙ্গাণু কোশের শক্তিঘরনামে পরিচিত? —মাইটোকন্ড্রিয়া।
৩৬। ফোটোগ্রাফিক ফিল্মে যে যৌগটি ব্যবহার করা হয় – সিলভার ব্রোমাইড।
৩৭। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি।
৩৮। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রীকোথায় অবস্থিত?- আন্টার্কটিকা।
৩৯। নাগাৰ্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ কোন্ নদীর ওপর অবস্থিত?– কৃষ্ণা।
৪০। আয়নায় প্ৰলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? – গ্লুকোজ।