-->

50 Important Questions and Answers in Science






50 Important Questions and Answers in Science :



১. সবচেয়ে ভারী গ্যাস কোনটি ?
⇒ রেডন

২. হিমোগ্লোবিনের কাজ কী ?
⇒ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা .

৩. কঠিনতম মৌলিক পদার্থ কোনটি ?
⇒ হীরক

৪. অক্সিজেন সিলিন্ডার কি মেশানো হয় ?
⇒হিলিয়াম

৫. সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি ?
⇒ হিলিয়াম

৬. জলের চেয়ে হালকা ধাতু কি ?
⇒ সোডিয়াম

৭. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে?
⇒ ২০৬ টি

৮. সবচেয়ে ভারী অধাতু কোনটি ?
⇒ অ্যাস্টে টাইন।

৯. বিরল মৃত্তিকা মৌল কোনগুলো ?
⇒ সিরিয়াম, লুটেশিয়াম.

১০. মূত্রে জলের পরিমান কোন হরমোন নিয়ন্ত্রণ করে?
⇒ এডিএইচ

  
১১. কোন গ্যাস ক্ষারধর্মী ?
⇒ এমোনিয়া গ্যাস ক্ষারধর্মী

১৩. ভিটামিন সি এর অপর নাম কি ?
⇒ এসকরবিক এসিড

১৪. মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি ?
⇒ লিভার

১৫.প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে?
⇒ সি আর ডারউইন

১৬. লেবুতে এমন কোন ভিটামিন থাকে যে স্কার্ভি রোগ প্রতিরোধ করে ?
⇒ ভিটামিন সি

১৭. নিউটন কিসের একক ?
⇒ বলের একক

১৮. মানুষের চোখে কি রকম লেন্স থাকে ?
⇒ উত্তল লেন্স

১৯. স্যাকারিনের উৎস কি ?
⇒ আলকাতরা থেকে পাওয়া জৈব যৌগ টলুইন ।

২০. মাইক্রো কথাটির অর্থ কি ?
⇒ অতি ক্ষুদ্র

  
২১। সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
⇒ হাইড্রোজেন

২২। হিমোগ্লোবিনের কাজ কী ?
⇒ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা

২৩। পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
⇒ অক্সিজেন বাহী রক্ত

২৪। মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
⇒ চার প্রকোষ্ট বিশিষ্ট

২৫। লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
⇒ ৫ -৬ দিন

২৬ . রক্তে কোন ধাতু থাকে ?
⇒ আয়রন থাকে

২৭. তেজস্ক্রিয় তার এককের নাম কি ?
⇒ কিউরি 

২৮ . কোন গ্যাস বর্ণহীন অথচ বিষাক্ত ?
⇒ সায়ানোজেন 

২৯। অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
⇒ ১০ দিন

৩০। রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
⇒ রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া

 ৩১. কোন ধাতুর উপর আলো পড়লে ওই ধাতুর রোধ কমে ?
⇒ সেলেনিয়াম 

৩২. মানব দেহে রক্ত সঞ্চালন তন্ত্র আবিষ্কার করেন কে ?
⇒ উইলিয়াম হার্ভে ।।

৩৩. সমুদ্র পথে দূরত্ব মাপা হয় কোন এককে ?
⇒ নট

৩৪. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন ?
⇒ ময়সা 

৩৫. মানুষের দীর্ঘতম হাড় কোনটি ?
⇒ উরুর হাড় নাম femur

৩৬. হাইড্রোমিটার যন্ত্র কি কাজে ব্যবহৃত হয় ?
⇒ তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হাইড্রোমিটার ব্যবহার করা হয়।

৩৭. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ?
⇒ অপ্সরা ।

৩৮। শব্দের গতি সবচেয়ে বেশি কোথায় ?
 ⇒ কঠিন মাধ্যমে ।

৩৯। শব্দের গতি সবচেয়ে কম কোথায় ?
 ⇒ বায়বীয় মাধ্যমে ।

৪০। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোন জায়গায় 
 ⇒ মরিচিকায়

  
৪১। অক্সিজেনের কটি আইসোটোপ পাওয়া যায়?
⇒ ৩টি

৪২। কোথা থেকে রক্ত উৎপন্ন হয়?
⇒ ভ্রুণজ মেসোফার্ম থেকে।

৪৩।সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
⇒ লিথিয়াম

৪৪. মানুষের করোটির অস্থি সংখ্যা কত?
⇒ ২২টি

৪৫. উদ্ভিদের জল সংবহন কার্য সাধিত হয় কিসের মাধ্যমে?
⇒ জাইলেম কণার মাধ্যমে।

৪৬. আত্মঘাতীস্থলী-কাকে বলে?
⇒ লাইসোজোম

৪৭. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়?
⇒ ত্বক

৪৮.সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
⇒ সোনা

৪৯. আপতকালীন হরমোন কোনটি?
⇒ অ্যাড্রিনালিন

৫০. বৃহত্তম মাছের নাম কি ?
⇒ Rhinodon






         



SeeCloseComment