-->

Some Important General knowledge




Some Important General Knowledge :


১। ডিজিটাল কম্পিউটারটি কত প্রকার?
উঃ- ৪ প্রকার।
২। সবচেয়ে শক্তিশালী কম্পিউটারটি হল?
উঃ- সুপার কমপিউটার।
৩। বাংলাদেশে কয়টি সুপার কম্পিউটারটি রয়েছে?
উঃ- একটিও নয়।
৫। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল?
উঃ- মেইনফ্রেম।
৬। মাইক্রো শব্দের অর্থ কী?
উঃ- ক্ষুদ্র।
৭। পি.সি (P.C) শব্দের অর্থ কি?
উঃ- পার্সোনাল কমপিউটার।
৮। PDA কোন ধরনের কম্পিউটারটি?
উঃ- মাইক্রো কমপিউটার।
৯। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন?
উঃ- ডিফারেন্স ইঞ্জিন।
১০। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারটি কি?
উঃ- ইউনিভ্যাক।
১১। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান?
উঃ- অ্যাপল।
১২। কমপিউটারের প্রজন্ম কয়টি?
উঃ- ৫টি।
১৩। কমপিউটারের সথে অন্য সকল ইলেকট্রোনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি?
উঃ- প্রোগ্রামিং যন্ত্র।
১৪। কম্পিউটারটি প্রধান বৈশিষ্ট কয়টি?
উঃ- ২টি ।
১৫। বর্তমান যুগকে কী বলা হয়?
উঃ- তথ্যপ্রযুক্তির যুগ।
১৬। কমপিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে?
উঃ- ন্যানো সেকেন্ডে।
১৭। ১ মিলি সেকেন্ডে ১ সেকেন্ডের এক ভাগের সমান
কত?
উঃ- এক হাজার।

১৮। ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?
উঃ- একশত কোটি ভাগের এক ভাগ সময়।
১৯। কমপিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে?
উঃ- ডাটা ইনপুট করা ভুল হয়েছে।
২০। ১ ন্যানো সেকেন্ড = কত সেকেন্ড?
উঃ- সে.
২১। Hardware বলতে কি বুঝ?
উঃ- শক্ত সামগ্রী।
২২। কি কমপিউটারের বাস নয়?
উঃ- ভি.ই.এস.এ।
২৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
উঃ- ফপি ডিস্ক।
২৪। কী-বোর্ডের ঈঃৎষ,অষঃ,ঝযরভঃ কী-গুলোকে কী
বলে।
উঃ- Modifier Key.
২৫। কী-বোর্ডে কতগুলো কী থাকে?
উঃ-১০৪-১১০ টি।
২৬। কমপিউটারের স্পেশাল ডিভাইস কোনটি।
উঃ- মাদারবোর্ড।
২৭। কমপিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উঃ- তিন ধরনের।
২৮। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়?
উঃ- তিন ভাগে।
২৯। প্রথম প্রজন্মের কমপিউটারে ইনপুট আউটপুট হিসেবে
কী ব্যবহার করা হতো।
উঃ- পাঞ্চকার্ড।
৩০। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক ছিলেন?
উঃ- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
৩১। ’টেড হফ’ কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর
মডেল তৈরি করেন?
উঃ- ১৯৭০ সালে।

৩২। টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল?
উঃ- কমপিউটার ইন এ চিপ।
৩৩। মাইক্রোপ্রসেসরের কাজ কী?
উঃ- তথ্য প্রক্রিয়াকরণ করা।
৩৪। মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি?
উঃ- এএল ইউ, কন্ট্রোল ইউনিট, র্যাম প্রভৃতি
৩৫। মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি?
উঃ- রেজিস্টার অ্যারে।
৩৬। মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের
কাজ করে?
উঃ- গাণিতিক ইউনিট।
৩৭। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
উঃ- ALU.
৩৮। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী?
উঃ- অপারেন্ড।
৩৯। মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়?
উঃ- তিন ভাগে।
৪০। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়?
উঃ- ২ ভাগে।

৪৮। সি.পি.ইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষয়ান ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়?
উঃ- রেজিস্টারে।
৪১। রেজিস্টার হচ্ছে—
উঃ- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।
৪২। গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিস্টার ব্যবহার করা হয়?
উঃ- অ্যাকুমোলেটর রেজিস্টার।
৪৩। কমপিউটারের বাস গুলো কী?
উঃ- কন্ট্রোল বাস, ডাটাবাস, ফেস সাইকেল, PCI.
৪৪। র্যামের বৈশিষ্ট কি?
উঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।
৪৫। প্রথম কমপিউটার প্রোগ্রামার কে?
উঃ- লেডি অগডা আগাস্ট।
৪৬। I.B.M এর পূর্ণরূপ কোনটি?
উঃ- International Business Machine.
৪৭। কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী?
উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড।
৪৮। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?
উঃ- লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স।
৪৯। লাইট পেন হল এক ধরনের ——-কী?
উঃ- ইনপুট ডিভাইস।
৫০। ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে
উঃ- পিন ও রিবণের সাহায্যে।
৫১। কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?
উঃ- লেজার প্রিন্টার।
৫২। প্লটার কোন ধরনের যন্ত্র?
উঃ- আউটপুট ডিভাইস।
৫৩। প্লটার কী?
উঃ- মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়েথাকে।
৫৪। মডেম কোন ধরনের যন্ত্র?
উঃ- ইনপুট ও আউটপুট যন্ত্র যা তথ্য আদান-প্রদান করে থাকে।
৫৫। কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষাকে
টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়।
উঃ- মডেম।
৫৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?
উঃ- MODEM.
৫৭। ডিজিটাল ক্যামেরাতে কী প্রয়োজন হয় না?
উঃ- ফিল্ম।
৫৮। পোস্ট স্ক্রিপ্ট কী?
উঃ- প্রিন্টারের ভাষা।
৫৯। পারসোনাল কমপিউটার এর কারিগরি নাম কী?
উঃ- মাইক্রো কমপিউটার।
৬০। ক্লোন কী?
উঃ- আই.বি.এম পিসির নকল।
৬১। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কী ছিল।
উঃ- আলতেয়ার।
৬২। কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে?
উঃ- ১৯৮১ সালে।
৬৩। মাইক্রোসফ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতার নাম কী?
উঃ- বিল গেটস।
৬৪। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার?
উঃ- সুপার কমপিউটার।
৬৫। মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে কি?
উঃ- প্রসেসর ও র্যাম।

৬৬। ফার্মওয়ার সংরতি থাকে কোথায়।
উঃ- রমে।
৬৭। কমপিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে…….
উঃ- ALU
৬৮। কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
উঃ- ডটিা প্রসেসিং করা।
৬৯। মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়?
উঃ- ১৯৭১ সালে।
৭০। ইউনিভ্যাক মার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার?
উঃ- প্রথম প্রজন্মের।
৭১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়?
উঃ- ১৯৪৮ সালে।
৭২। ইন্টেল কোন দেশের কোম্পানি?
উঃ- যুক্তরাষ্ট্র।
৭৩। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়।
উঃ- তৃতীয় পজন্মের।
৭৪। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে?
উঃ- চতুর্থ।
৭৫। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?
উঃ- নির্ভুলতা।
৭৬। মাই কমপিউটার হল ——–
উঃ- ডকুমেন্টর ফোল্ডার।
৭৭। কোনটি স্টোরেজ ডিভাইস?
উঃ- হার্ডডিস্ক।
৭৮। নেটওয়ার্কিং এর সুবিধা কী?
উঃ- একসাথে অনেক লোক ব্যবহার করতে পারে।
৭৯। কমপিউটার কার্যম করার জন্য কী প্রয়োজন?
উঃ- Operating System.
৮০। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়?
উঃ- নভোযান-এ।
৮১। কোনটি ফাংশন কী?
উঃ- F10.
৮২। মাইক্রো কমপিউটার হল—
উঃ- ড্রাইভ ফোল্ডার।
৮৩। সফটওয়্যার কী?
উঃ- এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি।
৮৪। BIOS কী?
উঃ- একটি ফার্মায়্যার।

৮৫। তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী?
উঃ I.C.
৮৬। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার?
উঃ- চার প্রকার।
৮৭। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার?
উঃ- মেইনফ্রেম কমপিউটার।
৮৮। কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয়?
উঃ- মিনিফ্রেম কমপিউটার।
৮৯। কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?
উঃ- তিনটি।
৯০। প্রথম গণনা যন্ত্রের নাম কী?
উঃ- অ্যাবাকাস।
৩৯১। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী?
উঃ- MARK-1
৯২। মার্ক-১ এর দৈর্ঘ ছিল?
উঃ- ৫১ ফুট লম্বা।
৯৩। সংরতি প্রোগ্রামের ধারণা দেন কে?
উঃ- ড.জন ভন নিউম্যান।
৯৪। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি?
উঃ- ইউনিভ্যাক।
৯৫। আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়।
উঃ- ১৯৬২ সালে।
৯৬। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার?
উঃ- ৪ প্রকার।
৯৭। মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার?
উঃ- ২ প্রকার।
৯৮। কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়?
উঃ- ৩ ভাগে।
৯৯। সফ্টওয়্যার কত প্রকার?
উঃ- ২ প্রকার।
১০০। ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি?
উঃ- D Base.








         




SeeCloseComment